
2025 ICC Women's Cricket World Cup Final: মহিলাদের ক্রিকেটে সিনিয়র পর্যায়ে প্রথমবার কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ জয়। দীপ্তি শর্মা (Deepti Sharma), শেফালি ভার্মাদের (Shafali Verma) সাফল্যে গর্বিত, উচ্ছ্বসিত সারা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Prime Minister Narendra Modi) ক্রিকেটারদের অভিনন্দন জানালেন। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল। ফাইনালের পারফরম্যান্সে দক্ষতা ও আত্মবিশ্বাসের ছাপ দেখা গেল। দল সারা বিশ্বকাপ জুড়ে ব্যতিক্রমী দলগত পারফরম্যান্স এবং দৃঢ়তার পরিচয় দিল। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলার সঙ্গে যুক্ত হতে অনুপ্রাণিত করবে।’ প্রধানমন্ত্রীর মতোই সারা দেশ মহিলা ক্রিকেটারদের অভিনন্দন জানাচ্ছে। বিশ্বকাপ জয় উৎসবের মরসুমের ঔজ্জ্বল্য বাড়িয়ে দিল। রাজনৈতিক মহলও মহিলা ক্রিকেটারদের সাফল্যে উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী নারীশক্তি, মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন। সেই মহিলারাই দেশকে গর্বিত করে তুললেন।
প্রধানমন্ত্রীর পাশাপাশি মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে কুর্ণিশ। এটা সারা দেশের জন্য অত্যন্ত কৃতিত্ব ও সাফল্যের মুহূর্ত। আমাদের দল মহিলাদের ওডিআই বিশ্বকাপ জয় করল। ভারতের গর্ব আকাশে পৌঁছে গেল। আপনাদের অগ্রণী ক্রিকেটীয় পারফরম্যান্স লক্ষ লক্ষ মেয়ের জন্য অনুপ্রেরণার পথ তৈরি করে দিল। পুরো দলকে অভিনন্দন।’
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও (Kiren Rijiju) বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন! ভারতের মহিলা দল মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫ জয় করল। এই জয় ভারতের নির্ভীক, লাবণ্যময় ও অসাধারণ এবং অপ্রতিরোধ্য নারীশক্তির উদযাপন। চ্যাম্পিয়নদের অভিনন্দন! আপনারা সারা দেশকে গর্বিত করে তুলেছেন। এই গর্ব শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে না।’
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও (Mansukh Mandaviya) বিশ্বজয়ী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘ইতিহাস রচিত হল! আমাদের উইমেন ইন ব্লু কী পারফরম্যান্স দেখাল! ১৪০ কোটি ভারতীয় এই গর্বের মুহূর্তে আনন্দ করছেন। বিশ্বচ্যাম্পিয়নদের অভিনন্দন।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।