মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫ ফাইনাল: দীপ্তির আভায় মাত দক্ষিণ আফ্রিকা, ইতিহাস ভারতের

Published : Nov 03, 2025, 12:28 AM ISTUpdated : Nov 03, 2025, 12:35 AM IST
Deepti Sharma against SA in Women's ODI World Cup 2025 final

সংক্ষিপ্ত

2025 ICC Women's Cricket World Cup Final: প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতীয় দল। রবিবার দক্ষিণ আফ্রিকাকে (India Women vs South Africa Women) ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।

DID YOU KNOW ?
দীপ্তি শর্মার উত্থান
রবিবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরানের পর ৫ উইকেট নিলেন দীপ্তি শর্মা।

India Women vs South Africa Women: দীপ্তি শর্মা (Deepti Sharma) নামটা ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে চিরকালের জন্য খোদাই করা হয়ে গেল। ১৯৮৩ সালে পুরুষদের ওডিআই বিশ্বকাপজয়ী (1983 Cricket World Cup) দলের অলরাউন্ডার মদন লাল (Madan Lal), মহিন্দর অমরনাথরা (Mohinder Amarnath) যেমন চার দশক পরেও বন্দিত হন, তেমনই রবিবার রাত থেকে দীপ্তিকেও বন্দনা করা হচ্ছে। এদিন মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখলেন দীপ্তি। এই অলরাউন্ডার প্রথমে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৮ বলে ৫৮ রান করেন। তারপর ৯.৩ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন। ব্যাটিং ও বোলিংয়ে অসামান্য পারফরম্যান্স দেখিয়ে ভারতকে বিশ্বকাপ জেতালেন দীপ্তি।

ম্যাচের মোড় ঘোরালেন দীপ্তি

রবিবার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৯৮ রান করে ভারতীয় দল। রান তাড়া করতে নেমে লড়াই করছিল দক্ষিণ আফ্রিকা। ওপেন করতে নেমে কার্যত একাই লড়াই চালাচ্ছিলেন অধিনায়ক লরা উলভার্ডট (Laura Wolvaardt)। তিনি ৯৮ বলে ১০১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১ বাউন্ডারি ও এক ওভার-বাউন্ডারি। প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় সর্বাধিক ৩৫ রান করেন অ্যানেরি ডার্কসেন (Annerie Dercksen)। তাঁর সঙ্গে ৬১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন উলভার্ডট। এই জুটি ভারতীয় দলকে চাপে ফেলে দিয়েছিল। প্রথমে ডার্কসেন, তারপর উলভার্ডটকে ফিরিয়ে দেন দীপ্তি। এর ফলে ভারতের জয়ের পথ প্রশস্ত হয়ে যায়। দীপ্তির বাকি তিন শিকার হন সিনালো জাফটা (Sinalo Jafta), ক্লো টায়রন (Chloe Tryon) ও নাদিন ডে ক্লার্ক (Nadine de Klerk)। এছাড়া আয়াবঙ্গা খাকাকে (Ayabonga Khaka) রান আউট করতেও সাহায্য করেন দীপ্তি।

বিশ্বকাপের সেরা দীপ্তি

বিশ্বকাপ ফাইনালে ব্যাটিং-বোলিংয়ে এত ভালো পারফরম্যান্সের পরেও সেরা খেলোয়াড়ের পুরস্কার পাননি দীপ্তি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ৭৮ বলে ৮৭ রান করা শেফালি ভার্মা (Shafali Verma)। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দীপ্তি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ জয় ভারতের।
মহিলাদের সিনিয়র ক্রিকেটে কোনও ফর্ম্যাটে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: চুরি ধরা পড়তেই আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ! ফকর জামানের জরিমানা
India vs South Africa T20: বারাবটিতে ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচের টিকিট কাটা নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা!