IND vs SA Women Final: এক কথায়, অনবদ্য বললেও বোধহয় কম বলা হবে। শেফালি ভার্মা ফাইনালে যে খেলাটা খেললেন, তা শুধু একটা পারফরম্যান্স নয়। এটা একটা নজির তৈরি করল বিশ্ব ক্রিকেটের মানচিত্রে। 

IND vs SA Women Final: ফাইনালে তাঁর আগুনে বোলিং এবং ব্যাটিং। রীতিমতো চুপসে গেল দক্ষিণ আফ্রিকা (india vs south africa women)। বিশ্বকাপ জিতল ভারতের প্রমীলা বাহিনী। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ওয়ার্ল্ড কাপ জয়। নেপথ্যে অন্যতম তারকা শেফালি ভার্মা (india vs south africa live score)।

মেয়েরাও করে দেখাতে পারে

আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে, দুরন্ত পারফরম্যান্স শেফালির। মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রবিবার, হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর এই দাপুটে পারফরম্যান্স বুঝিয়ে দিল, মেয়েরাও করে দেখাতে পারে। 

Scroll to load tweet…

যারা মনে করেন, মেয়েরা কেন ক্রিকেট খেলবে? এই জয় তাদের জবাব দেওয়ার জন্য একটা উদাহরণ। সমাজের নানারকমের খোঁচা উপেক্ষা করে, শেফালিরাই ইতিহাস তৈরি করেন। বারবার প্রমাণ করেন, ‘আমরাও পারি। এই পৃথিবীতে ছেলে এবং মেয়ে সমান।'

এক কথায়, অনবদ্য বললেও বোধহয় কম বলা হবে। শেফালি ভার্মা ফাইনালে যে খেলাটা খেললেন, তা শুধু একটা পারফরম্যান্স নয়। এটা একটা নজির তৈরি করল বিশ্ব ক্রিকেটের মানচিত্রে। 

শেফালির ৮৭ রানের বিধ্বংসী ইনিংস

Scroll to load tweet…

ব্যাট হাতে শেফালির ৮৭ রানের বিধ্বংসী ইনিংস। যে ঐতিহাসিক ইনিংসের উপর ভর করেই টিম ইন্ডিয়া শক্ত ভিতের উপর দাঁড়ায়। শেফালির ইনিংসে ছিল মোট ৭টি চার এবং ২টি ছয়। স্ট্রাইক রেট ১১১.৫৪। 

শুধু কি ব্যাট হাতে? না, বল হাতেও যেন জ্বলে উঠলেন এই তারকা ক্রিকেটার। গুরুত্বপূর্ণ ২টি উইকেট নিলেন তিনি। তাঁর শিকারের তালিকায় আছেন সুনে লুইস এবং মারিজান ক্যাপ। ফলে, বোঝাই যাচ্ছে যে, ফাইনালে কোন লেভেলের দাপুটে ক্রিকেট খেলেছেন শেফালি ভার্মা। 

আর সেই সুবাদেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। তাই রবিবারের ফাইনালে, শেফালির এই ইনিংস যেন কত প্রশ্নের উত্তর দিয়ে গেল। তৈরি হল নয়া ইতিহাস। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।