
2025 ICC Women's Cricket World Cup: মহিলাদের ওডিআই বিশ্বকাপে ফের ভারতীয় দলকে ভরসা দিলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে (India Women vs Pakistan Women) ঝোড়ো ইনিংস খেলেছিলেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India Women vs South Africa Women) ভারতীয় দল যখন ১০২ রানে ৬ উইকেট হারিয়ে প্রবল চাপে, তখন ৭৭ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াইয়ে ফেরালেন রিচা। তিনি ১১টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। রিচার সঙ্গে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন স্নেহ রানা (Sneh Rana)। তিনি ২৪ বলে ৩৩ রান করেন। ফের ভালো পারফরম্যান্স দেখান ভারতীয় দলের ওপেনার প্রতীকা রাওয়াল (Pratika Rawal)। তিনি ৫৬ বলে ৩৭ রান করেন। অপর ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ৩২ বলে ২৩ রান করেন। হারলিন দেওল (Harleen Deol) ২৩ বলে ১৩ রান করেন। আমনজ্যোত কউর (Amanjot Kaur) ৪৪ বল খেলে ১৩ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ভারতীয় দল ৪৯.৫ ওভারে ২৫১ রান করে অলআউট হয়ে গেল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দলের মিডল অর্ডার পুরো ব্যর্থ হল। অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) ২৪ বল খেলে মাত্র ৯ রান করে আউট হয়ে যান। জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues) ৪ বল খেলে রান করার আগেই এলবিডব্লু হয়ে যান। দীপ্তি শর্মা (Deepti Sharma) ১৪ বলে খেলে ৪ রান করে আউট হয়ে যান।
এই টুর্নামেন্টে প্রথম ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলেই পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবেন রিচারা। এখন ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলেই অস্ট্রেলিয়াকে টপকে যাবে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।