
Smriti Mandhana World Record: অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন অধিনায়ক বেলিন্দা ক্লার্কের (Belinda Clark) ২৮ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে বৃহস্পতিবার নতুন রেকর্ড গড়লেন ভারতীয় দলের ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। এদিন মহিলাদের ওডিআই বিশ্বকাপে (2025 ICC Women's Cricket World Cup) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India Women vs South Africa Women) ওপেন করতে নেমে ৩২ বলে ২৩ রান করেন স্মৃতি। এই ইনিংসের মাধ্যমেই তিনি নতুন বিশ্বরেকর্ড গড়লেন। দক্ষিণ আফ্রিকার পেসার আয়াবোঙ্গা খাকার (Ayabonga Khaka) বলে বিশাল ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়েন স্মৃতি। এত বছর ধরে মহিলাদের ওডিআই ফর্ম্যাটে এক বছরের মধ্যে সর্বাধিক ৯৭০ রান করার রেকর্ড ছিল বেলিন্দার দখলে। তিনি ১৯৯৭ সালে এই রেকর্ড গড়েন। এ বছর এখনও পর্যন্ত ওডিআই-তে ১৭ ইনিংসে ৫৭.৭৬ গড়ে ৯৮২ রান করেছেন স্মৃতি। তাঁর স্ট্রাইক রেট ১১২.২২। তিনি এ বছর ওডিআই ফর্ম্যাটে এখনও পর্যন্ত চারটি শতরান ও তিনটি অর্ধশতরান করেছেন।
চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপে প্রথম তিন ম্যাচেই বড় স্কোর করতে ব্যর্থ হলেন স্মৃতি। বৃহস্পতিবার বিশ্বরেকর্ড গড়লেও, ফের বড় স্কোর করতে পারলেন না ভারতীয় দলের তারকা ওপেনার। ফলে তাঁকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে মাত্র আট রান করে আউট হয়ে যান স্মৃতি। এরপর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ২৩ রান করে আউট হয়ে যান তিনি। বৃহস্পতিবারও দলকে ভরসা দিতে পারলেন না এই তারকা ব্যাটার। তিনি এই টুর্নামেন্টে দ্রুত রান করতে পারছেন না, ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারছেন না। অনেকে ব্যঙ্গ করে বলছেন, দ্বিপাক্ষিক সিরিজেই ভালো পারফরম্যান্স দেখান স্মৃতি। তিনি আইসিসি ইভেন্টে ভালো ব্যাটিং করতে পারেন না।
চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলেই ফের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবেন স্মৃতিরা। সেই লক্ষ্যেই খেলতে নেমেছেন তাঁরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।