
New Zealand Women vs Pakistan Women: অস্ট্রেলিয়ার (Australia Women Cricket Team) পর দ্বিতীয় দল হিসেবে চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপের (2025 ICC Women's Cricket World Cup) সেমি-ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা (South Africa Women Cricket Team)। শনিবার কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) বৃষ্টির জন্য নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ (New Zealand Women vs Pakistan Women) ভেস্তে যাওয়ার পরেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করল দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ খেলে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। এদিন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় সেমি-ফাইনালের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল নিউজিল্যান্ড। তারা পাঁচ ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। এই টুর্নামেন্টে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা পাকিস্তান পাঁচ ম্যাচ খেলে দু'পয়েন্ট পেয়েছে। তিন ম্যাচে হেরে গিয়েছে পাকিস্তান। বৃষ্টির জন্য দু'টি ম্যাচ ভেস্তে গিয়েছে। সেই দুই পয়েন্টই পেয়েছে পাকিস্তান।
মহিলাদের ওডিআই বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England Women Cricket Team) চার ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে। সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। ভারতীয় দলও (India Women Cricket Team) সেমি-ফাইনালের দৌড়ে আছে। চার ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারতীয় দল। এখন সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। তবে তাদের ইনিংস শেষ হয়নি। ২৫ ওভার ব্যাটিং করে পাঁচ উইকেট হারিয়ে ৯২ রান করে পাকিস্তান। ২৮ রান করে অপরাজিত থাকেন আলিয়া রিয়াজ (Aliya Riaz)। ওপেনার মুনিবা আলি (Muneeba Ali) করেন ২২ রান। নাতালিয়া পারভেজ (Natalia Pervaiz) করেন ১০ রান। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।