মহিলাদের টি-২০ বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সিনিয়র দলের হয়েও চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য শেফালি ভার্মা, রিচা ঘোষদের।
বৃহস্পতিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। রিচা ঘোষ, স্মৃতি মন্ধানাদের সামনে কঠিন লড়াই। অত্যন্ত শক্তিশালী দল অস্ট্রেলিয়া। গত ১১টি সাক্ষাৎকারে অস্ট্রেলিয়াকে হারাতে পারেননি হরমনপ্রীত কউর, শেফালি ভার্মারা। এখনও পর্যন্ত টি-২০ ফর্ম্যাটে ৩০ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। এর মধ্যে ২২টি ম্যাচেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল জয় পেয়েছে মাত্র ৬টি ম্যাচে। একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচের কোনও ফল হয়নি। এবারের টি-২০ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে অস্ট্রেলিয়া। গ্রুপের ৪ ম্যাচেই জয় পেয়েছেন বেথ মুনি, এলিসি পেরিরা। অন্যদিকে, গ্রুপে ৩ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। হার শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতকে জিতিয়েছেন রিচা। ইংল্যান্ডের বিরুদ্ধেও তিনি অসাধারণ লড়াই করেন। তবে সতীর্থদের কাছ থেকে সাহায্য না পেয়ে দলকে জেতাতে পারেননি বাংলার উইকেটকিপার-ব্যাটার। ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতিও চলতি টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। গ্রুপের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫৬ বলে ৮৭ রানের অসাধারণ ইনিংস খেলেন স্মৃতি। সেমি ফাইনালেও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য। রিচাও দলকে এই কঠিন ম্যাচ জিততে সাহায্য করতে চান।
ভারতীয় দলের চিন্তা শেফালি ও হরমনপ্রীতের ফর্ম। ওপেনার শেফালি দ্রুত রান তুলতে পারছেন না। ফলে পাওয়ার প্লে-র সুযোগ নিতে পারছে না ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীতও খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। অস্ট্রেলিয়াকে হারাতে হলে দলের সবাইকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মাদেরও ভালো পারফরম্যান্স জরুরি। ভারতের বোলাররা টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। সেমি ফাইনালেও রেণুকা ঠাকুর সিংয়েদর ভালো পারফরম্যান্স দেখাতে হবে।
বৃহস্পতিবারের ম্যাচ কেপ টাউনে। এখানে সম্প্রতি ভারতীয় দল। বেশ কয়েকটি ম্যাচ খেলেছে। ফলে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত স্মৃতি-রিচারা। তাঁরা এরই সুযোগ নিতে চান। শুক্রবার দ্বিতীয় সেমি ফাইনালে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড।
এ বছর টি-২০ ফর্ম্য়াটে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন স্মৃতি। অস্ট্রেলিয়ার হয় সবচেয়ে বেশি রান করেছেন অ্যালিসা হিলি। ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রেণুকা। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি উইকেট মেগান শাটের। সেমি ফাইনালে তাঁদের টক্কর দেখা যাবে। একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করবেন স্মৃতি-অ্যালিসারা। পার্থক্য গড়ে দিতে পারেন রিচা।
আরও পড়ুন-
টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন অশ্বিন, ৯ নম্বরে জাদেজা
Rohit Sharma: কে এল রাহুল দক্ষ ক্রিকেটার, ওর পাশে আছে দল, বললেন রোহিত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলবেন না রোহিত শর্মা, নেতৃত্বে হার্দিক