সংক্ষিপ্ত

রবিবার তৃতীয় দিনেই শেষ হয়ে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এরপরেই টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচ এবং ওডিআই সিরিজের দল ঘোষণা করা হল। দলে তেমন কোনও চমক নেই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করল বিসিসিআই। একইসঙ্গে টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচের জন্যও ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। টেস্ট দলে কোনও বদল নেই। শুধু রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার বিরুদ্ধে সৌরাষ্ট্রর হয়ে খেলার জন্য ইডেন গার্ডেন্সে আসা বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাটকে টেস্ট দলে ফিরিয়ে নেওয়া হল। রঞ্জি ট্রফি ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সৌরাষ্ট্রকে চ্যাম্পিয়ন করা উনাদকাটকে ওডিআই সিরিজের দলেও রাখা হয়েছে। ৯ বছর পর ওডিআই দলে জায়গা পেলেন এই পেসার। পারিবারিক কারণে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বদলে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। জসপ্রীত বুমরাকে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচ তো বটেই, এমনকী, ওডিআই সিরিজের দলেও রাখা হয়নি। কয়েকদিন আগেই বিসিসিআই কর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, বুমরার ব্যাপারে তাড়াহুড়ো করা হবে না। সেই সিদ্ধান্ত অনুযায়ী এই পেসারকে সম্পূর্ণ ফিট হয়ে ওঠার জন্য আরও সময় দেওয়া হচ্ছে। তিনি ১০০ শতাংশ ফিট হয়ে তবেই জাতীয় দলে ফিরবেন। যদিও বুমরার ফিট হয়ে উঠতে কতদিন লাগবে সেটা জানা যায়নি। তাঁর বিষয়ে ধোঁয়াশা জারি রইল।

নাগপুর ও দিল্লি টেস্ট ম্যাচে ব্যর্থ হওয়া কে এল রাহুলের পাশে যে টিম ম্যানেজমেন্ট আছে, সেটা রবিবার ম্যচ জেতার পর স্পষ্ট করে দিয়েছেন রোহিত। শেষ দুই টেস্ট ম্যাচের দলে আছেন রাহুল। তবে তিনি যদি ফের ব্যর্থ হন, তাহলে সমালোচনা, সোশ্যাল মিডিয়া ট্রোল বাড়বে। তখন টিম ম্যানেজমেন্টকে জবাব দিতে হবে।

তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কে এস ভরত (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

ওডিআই সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল, ঈশান কিষান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট।

আরও পড়ুন-

দিল্লি টেস্টে জয় পাওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কী অবস্থান ভারতের?

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫,০০০ রান, অসাধারণ নজির বিরাট কোহলির

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর