ICC World Cup 2023: কাপযুদ্ধের চূড়ান্ত পর্ব শুরু হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, জানেন কি কোন কোন দলের জন্য বরাদ্দ পুরস্কার?

Published : Nov 19, 2023, 01:04 PM ISTUpdated : Nov 19, 2023, 01:07 PM IST
World Cup Trophy

সংক্ষিপ্ত

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজকের ম্যাচটি যে একটি রোমাঞ্চকর ইভেন্ট হতে চলেছে সে বিষয় কোনও দ্বিমত নেই।

আর মাত্র কিছুক্ষণের মধ্যে ভারত-অস্ট্রেলিয়া দৈরথের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। কাপযুদ্ধের চূড়ান্ত পর্বে দাঁড়িয়ে দুই দল। রবিবার সন্ধ্যায় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বের বৃহত্তম ক্রিকেট ম্যাচ দেখবে বিশ্ব। স্টেডিয়ামে উপস্থিত ১ লাখ দর্শক এবং বিশ্বজোড়া কোটি কোটি ক্রিকেট ভক্তদের জন্য আজকের দিনটির উত্তেজনা ভাষায় ব্যাখ্যা করার নয়। গ্যালারিতে উপস্থিত থাকবেন একাধিক হাই প্রোফাইল দর্শকও। ফিল্ম তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যাক্তিত্ব-সহ একাধিক ভিভিআইপি অতিথি থাকছেন আজকের ম্যাচে। সব মিলিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজকের ম্যাচটি যে একটি রোমাঞ্চকর ইভেন্ট হতে চলেছে সে বিষয় কোনও দ্বিমত নেই।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং আয়োজক বোর্ড বিসিসিআই এই শীর্ষ সম্মেলনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন। আজকের ইভেন্টে থাকছে জোনিতা গান্ধী, প্রিতরাম এবং আকাশা সিংয়ের মতো গায়কদের পারফর্মেন্স-সহ ভারতীয় বিমান বাহিনীর একটি এয়ার শোও। এখানেই শেষ নয়, বিজয়ী দল তো বটেই তার সঙ্গে পুরস্কার পাবেন রানার্স আপ-সহ একাধিক দল। আইসিসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে বিজয়ী দল, রানার্স আপ এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য 8টি দেশকেও আইসিসির পক্ষ থেকে অর্থ প্রদান করা হবে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে