বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে ভারত

আগামী মাসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেল। টেস্ট র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে দিল ভারতীয় দল।

Web Desk - ANB | Published : May 2, 2023 10:35 AM IST / Updated: May 02 2023, 05:24 PM IST

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে এক নম্বরে চলে গেল ভারতীয় দল। আগামী মাসে লন্ডনের দ্য ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ৭ জুন শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। তার আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে যাওয়া ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। মঙ্গলবার আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২০২০ সালের মে মাসের পর থেকে এখনও পর্যন্ত যত টেস্ট সিরিজ হয়েছে, সবগুলি বিচার করেই বার্ষিক র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালের মে মাসের আগে পর্যন্ত যে সিরিজগুলি শেষ হয়েছে, সেই সিরিজগুলির জন্য ৫০ শতাংশ রেটিং পয়েন্ট দেওয়া হয়েছে। তারপর থেকে যত সিরিজ হয়েছে, সেগুলির জন্য ১০০ শতাংশ রেটিং পয়েন্ট দেওয়া হয়েছে।’

আইপিএল শুরু হওয়ার ঠিক আগে দেশের মাটিতে ৪ টেস্ট ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ফলে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। কিন্তু সেই সিরিজের পরেও ১২২ পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। তবে মঙ্গলবার বার্ষিক টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। তাতেই অস্ট্রেলিয়াকে স্থানচ্যূত করেছে ভারত। ১৫ মাস টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল প্যাট কামিন্সের দল। তবে এবার শীর্ষে চলে গেলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

Latest Videos

এর আগে বিরাট অধিনায়ক থাকাকালীন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারায়। অন্যদিকে, অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ হারিয়ে শীর্ষে চলে যায় অস্ট্রেলিয়া। এরপরেই ভারতীয় দলের নেতৃত্ব হারান বিরাট। এতদিন পর রোহিতের নেতৃত্বে টেস্টে শীর্ষস্থান ফিরে পেল ভারত।

বার্ষিক টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে অদল-বদল হলেও, বাকি স্থানগুলিতে কোনও বদল হয়নি। তবে সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ছাড়া বাকি সব সিরিজেই সাফল্য পাওয়ার সুবাদে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান কমাল ইংল্যান্ড। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তো বটেই, অ্যাশেজের আগেও অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়ল। টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা জিম্বাবোয়ে ৫ রেটিং পয়েন্ট পেয়েছে। আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনও পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারেনি।

ভারতীয় ক্রিকেটাররা এখন আইপিএল খেলতে ব্যস্ত। ২৮ মে আইপিএল ফাইনাল। তারপর রোহিত-বিরাটরা ইংল্যান্ডে যাবেন। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল-এর প্লে-অফে যে দলগুলি যেতে পারবে না, সেই দলগুলিতে থাকা যে ক্রিকেটাররা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে আছেন, তাঁরা আইপিএল ফাইনালের আগেই ইংল্যান্ডে চলে যাবেন।

আরও পড়ুন-

IPL 2023: এক দশক আগেই শুধু নয়, তারপরেও মাঠে বচসায় জড়িয়েছেন বিরাট-গম্ভীর

IPL 2023: শুরু থেকেই ছিল স্ফূলিঙ্গ, ম্যাচ শেষ হতেই ফেটে পড়লেন বিরাট-গম্ভীর

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

কালীপুজোর দিনে নবদ্বীপের বড় বাজারে পুলিশের হানা, বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার এক ব্যবসায়ী
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
'বাংলাদেশ দুই টুকরো হলে ইউনূস দায়ী থাকবে' মশাল হাতে মিছিল বাংলাদেশী হিন্দুদের