সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট মহলে দীর্ঘদিন ধরেই শোনা যায়, বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের সম্পর্ক ভালো নয়। সেটা ফের প্রমাণ হয়ে গেল সোমবার লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে।

সোমবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক মিম দেখা যাচ্ছে। তার মধ্যে একটি হল. 'ছেলেরা কোনও ঘটনাই ভোলে না। ১০ বছর পরেও সব মনে রাখে এবং উপযুক্ত জবাব দেয়।' গৌতম গম্ভীর ও বিরাট কোহলির বচসা নিয়েই বানানো হয়েছে এই মিম। ২০১৩ সালের পর ২০২৩, ফের আইপিএল-এ মাঠেই উত্তপ্ত বাক্যবিনিময় দেখা গেল এই দুই তারকার। ম্যাচ শেষ হওয়ার পর বচসা দেখা যায়। কিন্তু ম্যাচ চলাকালীন বিরাটের আচরণ দেখে মনে হচ্ছিল, তিনি গম্ভীরকে জবাব দেওয়ার জন্যই মাঠে নেমেছেন। কখনও দর্শকদের মুখ বন্ধ রাখার ইঙ্গিত করা, কখনও আবার ফ্লাইং কিস, হাত দিয়ে বুক চাপড়ে গম্ভীরকে নকল, সবই করছিলেন বিরাট। ম্যাচ শেষ হওয়ার পর অবশ্য তিনি তুলনায় কিছুটা শান্ত ছিলেন। গম্ভীরকেই বেশি উত্তেজিত মনে হচ্ছিল।

ঘটনার সূত্রপাত লখনউ সুপার জায়ান্টসের ইনিংসের চতুর্থ ওভারে। গ্লেন ম্যাক্সওয়েলের বলে ওভার-বাউন্ডারি মারার চেষ্টা করেন ক্রুণাল পান্ডিয়া। বাউন্ডারি লাইনে থাকা বিরাট সহজেই ক্যাচ নেন। এরপরেই তিনি গ্যালারির দিকে ফ্লাইং কিস দেন। তারপর হাত দিয়ে বুকে চাপড় মারেন এবং গম্ভীরকে নকল করেন। এরপর মুখে আঙুল দেন। একইসঙ্গে আবার দর্শকদের গলা ফাটানোরও ইঙ্গিত করেন বিরাট। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র বিরুদ্ধে জয় পাওয়ার পর দর্শকদের মুখ বন্ধ রাখার ইঙ্গিত করেছিলেন গম্ভীর। তারই জবাব দেন বিরাট।

এখানেই ঘটনা থেমে থাকেনি। ম্যাচ চলাকালীন লখনউ সুপার জায়ান্টসের নবীন-উল-হক, অমিত মিশ্রর সঙ্গেও বচসায় জড়ান বিরাট। আম্পায়ারের সঙ্গেও কথা বলেন তিনি। ম্যাচ শেষ হওয়ার পর মনে হয়েছিল সব মিটে গিয়েছে। কারণ, গম্ভীরের সঙ্গে করমর্দন করতে দেখা যায় বিরাটকে। এরপর যখন তিনি কাইল মেয়ার্সের সঙ্গে কথা বলছিলেন, তখন শুরু হয় আসল গণ্ডগোল। মেয়ার্সকে সরিয়ে নিয়ে যান গম্ভীর। তিনি বিরাটের উদ্দেশ্যে কিছু বলেন। এরপরেই শুরু হয়ে যায় উত্তপ্ত বাক্যবিনিময়। ছুটে যান দু'দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। বিরাট ও গম্ভীরের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল। তাঁর সঙ্গে আলাদা করে দীর্ঘক্ষণ কথা বলেন বিরাট। কিন্তু তাঁর সঙ্গে আবার লখনউয়ের সাপোর্ট স্টাফ বিজয় দাহিয়ার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। বচসা অবশ্য হাতাহাতি পর্যন্ত গড়ায়নি। দু'দলের সবাই মিলে পরিস্থিতি সামাল দেন।

আরও পড়ুন-

IPL 2023: মাঠে উত্তপ্ত বচসা, বিরাট কোহলি-গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা

IPL 2023: মাঠেই গৌতম গম্ভীরের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বিরাট কোহলির

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ