এক দশক ধরেই ভারতীয় ক্রিকেটে অন্যতম চর্চার বিষয় বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের সম্পর্ক। একাধিকবার প্রকাশ্যে বচসায় জড়িয়েছেন তাঁরা। ফের একই ঘটনা দেখা গেল।
দু'জনেরই ভারতীয় ক্রিকেটে বিশাল অবদান রয়েছে। গৌতম গম্ভীর ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জেতা ভারতীয় দলের অন্যতম সদস্য। বিরাট কোহলিও ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন। দু'জনেই ক্রিকেট মহলে শ্রদ্ধার পাত্র। কিন্তু তাঁদের পরস্পরের প্রতি শ্রদ্ধা নেই। বারবার মাঠে বচসায় জড়িয়েছেন বিরাট ও গম্ভীর। মাঠে বিরাটের আচরণ নিয়ে অনেক প্রশ্নই উঠেছে। গম্ভীরকেও আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে। সোমবার লখনউ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ শেষ হওয়ার পর যে ঘটনা দেখা গিয়েছে, তার জন্য অনেকেই গম্ভীরকে দায়ী করছেন। কারণ, লখনউয়ের মেন্টরই বেশি উত্তেজিত ছিলেন। তিনি বিরাটের দিকে তেড়ে যাচ্ছিলেন। বিরাট অনেক শান্ত ছিলেন।
ক্রিকেট মাঠে বিরাট ও গম্ভীরের প্রথম বচসা হয় ঠিক এক দশক আগে ২০১৩ সালের আইপিএল চলাকালীন। সেই সময় আরসিবি-র অধিনায়ক ছিলেন বিরাট এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গম্ভীর। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বচসায় জড়ান তাঁরা। রান তাড়া করতে নেমে ৩৫ রানে কেকেআর পেসার লক্ষ্মীপতি বালাজির বলে আউট হয়ে যান বিরাট। তখনও জয়ের জন্য ১১ ওভারে ৮০ রান দরকার ছিল আরসিবি-র। বিরাট আউট হয়ে যেতেই বালাজির দিয়ে ছুটে্ গিয়ে তাঁকে অভিনন্দন জানান গম্ভীর। তিনি বিরাটের উদ্দেশ্যে কিছু বলেন। পাল্টা তেড়ে যান বিরাট। তিনি উত্তেজিত হয়ে গম্ভীরকে ধাক্কাও দেন। গম্ভীরও পাল্টা বিরাটকে ধাক্কা দেন। শেষপর্যন্ত দু'দলের ক্রিকেটাররা পরিস্থিতি সামাল দেন।
২০১৬ সালের আইপিএল-এও ফের মাঠেই উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন বিরাট ও গম্ভীর। সেবার ঘটনাস্থল ছিল কলকাতার ইডেন গার্ডেন্স। সেই ঘটনার জন্য অনেকেই সম্পূর্ণভাবে গম্ভীরকে দায়ী করেন। তৎকালীন কেকেআর অধিনায়ক হয়তো হতাশার কারণেই অতিরিক্ত উত্তেজিত হয়ে উঠেছিলেন। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮৩ রান করে কেকেআর। কিন্তু অসাধারণ ব্যাটিং করে আরসিবি-কে ৯ উইকেটে ম্যাচ জেতান বিরাট। তিনি ৫১ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। আরসিবি-র তৎকালীন অধিনায়কই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। আরসিবি-র ইনিংসের ১৯-তম ওভারে রান নেওয়ার সময় বিরাট নন-স্ট্রাইকার প্রান্তে পৌঁছে যাওয়ার পরেও বল থ্রো করেন গম্ভীর। এরপরেই বচসা শুরু হয়। বিরাটই শুধু নয়, আম্পায়ারদের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয় গম্ভীরের। ফের আইপিএল-এ বিরাট-গম্ভীরের ঝামেলা দেখা গেল।
আরও পড়ুন-
IPL 2023: শুরু থেকেই ছিল স্ফূলিঙ্গ, ম্যাচ শেষ হতেই ফেটে পড়লেন বিরাট-গম্ভীর
IPL 2023: মাঠে উত্তপ্ত বচসা, বিরাট কোহলি-গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা
Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ