
South Africa vs Australia: ক্রিকেটে স্লেজিং নতুন কিছু নয়। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা স্লেজিংয়ে দক্ষ। তাঁরা বিপক্ষের ক্রিকেটারদের উত্যক্ত করার জন্য নানারকম অপমানজনক শব্দ ব্যবহার করেন। সদ্যসমাপ্ত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও (ICC World Test Championship Final 2025) স্লেজিং করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তাঁরা অপমানজনক শব্দ ব্যবহার করেছেন। শনিবারের আগে পর্যন্ত ক্রিকেট দুনিয়ায় 'চোকার্স' (Chokers) হিসেবে পরিচিত ছিল দক্ষিণ আফ্রিকা। সে কথা উল্লেখ করেই তাঁদের 'চোক' (Choke) বলে উত্তেজিত করে তোলার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এমনই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। তিনি গর্বিত যে অস্ট্রেলিয়ানদের এই অপমানের যোগ্য জবাব দিয়েছেন। গতবার ভারতকে হারিয়ে টেস্টে বিশ্বসেরা হলেও, এবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল অস্ট্রেলিয়া।
টেস্টে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার বিশ্বসেরা করার পর বাভুমা বলেছেন, ‘আমরা যখন ব্যাটিং করছিলাম, তখন আমরা শুনতে পাচ্ছিলাম, অস্ট্রেলিয়ানরা বলছিল, চোক। যা ভয়ঙ্কর শব্দ। আমাদের উপর চোকার্স তকমা লেগে আছে। সে কথাই উল্লেখ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। একজন ক্রিকেটার বলে বসে, আমাদের ওরা অলআউট করে দিতে পারে। আমি সে কথা শুনতে পেয়েছি। বহু বছর পর আমরা ফাইনালে জয় পেয়েছি। আমরা ইতিহাস গড়েছি। আমরা এমন কিছু করতে পেরেছি, যা অতীতে কখনও হয়নি।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক এইডেন মার্করাম (Aiden Markram) বলেছেন, ‘আর কখনও এই শব্দ (চোক) শুনতে না পেলেই খুব ভালো লাগবে। এ বিষয়ে আমি নিশ্চিত। আমরা নিজেদের কাজ করতে পেরেছি। এই তকমা ঝেড়ে ফেলেছি। এটা দলের পক্ষে বড় ব্যাপার।’ লর্ডসে (Lords) দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে জেতান মার্করাম। তাঁর পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেন বাভুমা। এই দুই ব্যাটারের জন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয় পেল দক্ষিণ আফ্রিকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।