অস্ট্রেলিয়া সফরে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ১০ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। এই হারের ফলে রোহিত শর্মাদের পক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনো কঠিন।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে ভারতীয় দল? রবিবার অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মারা ১০ উইকেটে হেরে যাওয়ার পর ভারতীয় দলের উপর চাপ বেড়ে গিয়েছে। অ্যাডিলেডে হারের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে হেরে গিয়েছে। ১৬ ম্যাচ খেলে ভারতীয় দলের পয়েন্ট ১১০ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৫৭.২৯। দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচ খেলে প্রোটিয়াদের পয়েন্ট ৬৪ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৫৯.২৬। অ্যাডিলেড টেস্ট ম্যাচে ভারতীয় দলকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সরা ১৪ ম্যাচ খেলে ১০২ পয়েন্ট পেয়েছে। তাঁদের পয়েন্ট পার্সেন্টেজ ৬০.৭১।
কীভাবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারে ভারত?
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে হলে চলতি অস্ট্রেলিয়া সফরে বাকি ৩ ম্যাচেই জয় পেতে হবে ভারতীয় দলকে। ৪-১ ফলে সিরিজ জিতলে সহজেই ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজের দিকেও তাকিয়ে ভারতীয় শিবির। শ্রীলঙ্কা যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে, তাহলে ভারতীয় দলের সুবিধা হবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় পায়, তাহলে ভারতীয় দলের উপর চাপ বেড়ে যাবে।
হারলেই ভারতের স্বপ্ন শেষ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি ৩ ম্যাচের কোনওটিতেই হারা চলবে না ভারতীয় দলের। সিরিজের ফল যদি ৪-১ হয়, তাহলে রোহিতদের কোনও চিন্তা নেই। এমনকী, সিরিজের ফল ৩-১ হলেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যেতে পারে ভারতীয় দল। কিন্তু অস্ট্রেলিয়া যদি আর কোনও ম্যাচে জয় পায়, তাহলে ভারতের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আড়াই দিনও গড়াল না খেলা, অ্যাডিলেড টেস্ট ম্যাচে লজ্জার হার ভারতের
অ্যাডিলেডে জসপ্রীত বুমরার চোট গুরুতর? কী জানালেন ভারতীয় দলের বোলিং কোচ?
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বল মহম্মদ সিরাজের? কী দেখাচ্ছে স্পিড-গান?