সংক্ষিপ্ত

পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দল বিশাল ব্যবধানে জিতেছিল। কিন্তু অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে পাল্টা আঘাত হানল অস্ট্রেলিয়া।

আড়াই দিনও গড়াল না ম্যাচ। তার আগেই হেরে গেল ভারত। অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচে সুবিধা করতে পারলেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার জেরে বোলারদের হাতেও লড়াই করার জন্য রসদ ছিল না। ফলে ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে হল ১৭৫ রান। এই রান করে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে জেতা যায় না। কোনওরকমে ইনিংসে হার এড়াতে পারল ভারত। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১৯ রান। ৩.২ ওভারেই সেই রান তুলে ম্যাচ জিতলেন নাথান ম্যাকস্যুইনি, উসমান খাজারা।

রোহিত দলে ফিরতেই হার ভারতের

পারথে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরা। তিনি নিজে যেমন ভালো পারফরম্যান্স দেখান, তেমনই দলকে দারুণভাবে পরিচালনা করেন। কিন্তু অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে রোহিত দলে ফেরায় সহ-অধিনায়কের ভূমিকায় ফিরে যান বুমরা। এই ম্যাচে কোনও কিছুই ঠিকমতো করতে পারলেন না রোহিত। দুই ইনিংসেই বড় রান করতে ব্যর্থ হলেন ভারতের অধিনায়ক। তিনি দলকে ভালোভাবে পরিচালনাও করতে পারলেন না। এর ফলে লজ্জাজনক হারের মুখ দেখতে হল ভারতীয় দলকে।

নীতীশ কুমার রেড্ডির লড়াই

অ্যাডিলেড টেস্ট ম্যাচে ভারতীয় দল হেরে গেলেও, তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির লড়াই নজর কেড়ে নিল। দলের ব্যাটিং ব্যর্থতার মধ্যে দুই ইনিংসেই ৪২ রান করলেন এই তরুণ। উইকেটও নিয়েছেন নীতীশ। পারথ টেস্ট ম্যাচে তাঁর অভিষেক হয়েছে। টেস্ট কেরিয়ারের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ অলরাউন্ডার। তিনি ভারতীয় দলের ভরসা হয়ে উঠছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অ্যাডিলেডে জসপ্রীত বুমরার চোট গুরুতর? কী জানালেন ভারতীয় দলের বোলিং কোচ?

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বল মহম্মদ সিরাজের? কী দেখাচ্ছে স্পিড-গান?

বুড়িয়ে গিয়েছেন, সচিনের ছোটবেলার বন্ধু কাম্বলির এ কী অবস্থা! দেখুন ভিডিও