India Vs Bangladesh: 'শুবমান কোনওদিন অনুশীলনে ফাঁকি দেয় না', প্রশংসায় রোহিত

Published : Sep 15, 2023, 11:59 PM ISTUpdated : Sep 16, 2023, 12:48 AM IST
Shubman Gill Century

সংক্ষিপ্ত

এবারের এশিয়া কাপে ভারতীয় দলের টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটাররা দারুণ ফর্মে। ওডিআই বিশ্বকাপের আগে দলের সেরা ব্যাটারদের ভালো ফর্ম ভারতীয় দলের আশা বাড়িয়ে দিয়েছে।

শুক্রবার এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সামান্য ব্যবধানে হারকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচ পরীক্ষা-নিরীক্ষা করে তাঁরা ভুল করেছেন বলেও মনে করেন না রোহিত। ম্যাচের পর ভারতের অধিনায়ক বলেছেন, ‘যারা এই টুর্নামেন্টে এর আগে খেলার সুযোগ পায়নি, তাদের সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য ছিল। আমরা ভবিষ্যতের কথা ভেবেই এদিন দল গঠন করেছিলাম। তবে আমরা এই ম্যাচে যে লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিলাম, তার সঙ্গে আপস করতে চাইনি। ওডিআই বিশ্বকাপে যারা খেলবে, তাদের এই ম্যাচে খেলার সুযোগ দিতে চেয়েছিলাম আমরা।’

ব্যাটিংয়ে শুবমান গিল ও অক্ষর প্যাটেলের অসাধারণ লড়াইয়ের প্রশংসা করেছেন রোহিত। তিনি বলেছেন, ‘অক্ষর দুর্দান্ত ব্যাটিং করেছে। কিন্তু ও ম্যাচ শেষ করতে পারল না। তবে ও অসাধারণ লড়াই করেছে। বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। গিল অসাধারণ শতরান করেছে। ও সবসময় ভালো খেলার চেষ্টা করে। ও জানে ঠিক কীভাবে খেলতে চায়। ও দলের জন্য ঠিক কী করতে চায়, সে ব্যাপারে স্পষ্ট ধারণা আছে। গত ১ বছর ধরে ওর ফর্ম দেখলেই সেটা বোঝা যাবে। নতুন বলে ও দারুণ ব্যাটিং করে। ও প্রচণ্ড পরিশ্রম করে। ও কোনওদিন অনুশীলন বাদ দেয় না।’

বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসান বলেছেন, ‘দলের যারা বেশি খেলার সুযোগ পায়নি, তাদের আমরা এই ম্যাচে খেলার সুযোগ দিতে চেয়েছিলাম। এখানে গত ২ ম্যাচ খেলার পর আমাদের মনে হয়েছিল, স্পিনাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারবে। আজ আমি ব্যাটিং অর্ডারে উপরের দিকে যাই। ক্রিজে অনেকটা সময় কাটানোর সুযোগ পাই। এই উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না। বল প্রচুর সিম করছিল। তবে বল পুরনো হয়ে যাওয়ার পর ব্যাটিং করা সহজ হয়ে যায়। মাহেদি হাসান যখন বোলিং করতে যায়, তখন ম্যাচের পরিস্থিতি আমাদের পক্ষে খুব একটা সহজ ছিল না। কিন্তু ও আমাদের উইকেট এনে দেয়। ও শেষ দিকে ৫ ওভার বোলিং করে। একজন স্পিনারের পক্ষে এই কাজ সহজ নয়। তানজিম হাসান শাকিবও ভারতের ইনিংসের শুরুতে ভালো বোলিং করে এবং ২ উইকেট নেয়। আমাদের দল খুব ভালো। আমাদের দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোট পেয়েছে। দলে মাঝেমধ্যেই বদল করতে হচ্ছে। তার ফলে আমরা সমস্যায় পড়েছি। তবে বিশ্বকাপে আমরা বিপজ্জনক দল হয়ে উঠতে পারি।’

আরও পড়ুন-

India Vs Bangladesh: বিফলে শুবমান গিলের দুরন্ত শতরান, বাংলাদেশের কাছে হার ভারতের

MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির বাইকে সওয়ার, অভিভূত ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটার

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: তৃতীয় টি-২০ ম্যাচে বাদ পড়তে পারেন শুভমান? ফিরছেন স্যামসন
'বিদেশ সফরে গেলেই ক্রিকেটাররা নেশা করেন,' বিস্ফোরক রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা