ঈশান কিষাণের সংগ্রহে ৩২ বলে ৭৬ রান। স্ট্রাইক রেট ২৩৭.৫০। তাঁর ইনিংসে ছিল ১১টি চার এবং ৪টি ছয়। ম্যাচের পর ঈশান বলেন, “আমি নিজের ইচ্ছায় ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেছি। সবসময়, নিজেকে তৈরি রাখার চেষ্টা করেছি। কারণ, রান করলে আত্মবিশ্বাস বাড়ে। আর আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। নিজের রাজ্যকে চ্যাম্পিয়ন করতে পেরেছি এবং ভালো খেলার পুরস্কারও পেয়েছি।"