IND vs NZ ODI: রাজকোটেই সিরিজ জিততে চায় ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন?

Published : Jan 14, 2026, 11:41 AM IST
IND vs NZ ODI: রাজকোটেই সিরিজ জিততে চায় ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন?

সংক্ষিপ্ত

IND vs NZ ODI: ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে আজ রাজকোটে অনুষ্ঠিত হবে। সিরিজ জয়ের লক্ষ্যে থাকা ভারত, আহত ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে আয়ুষ বাদোনিকে অভিষেকের সুযোগ দিতে পারে।

IND vs NZ ODI: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচটি বুধবার, রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে (IND vs NZ Rajkot match)। ইতিমধ্যেই প্রথম একদিনের ম্যাচটি জিতে টিম ইন্ডিয়া চলতি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ফলে, এই  ম্যাচটি জিতে দ্রুত সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে ভারত (india vs new zealand odi)।  

টিম ইন্ডিয়া চলতি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে

অর্থাৎ, টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যেই মাঠে নামছেন শুভমানরা। তবে রাজকোট ম্যাচে, ভারতীয় দলে পরিবর্তন প্রায় নিশ্চিত। কারণ, চোট পেয়ে ছিটকে গেছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর পরিবর্তে আয়ুষ বাদোনিকে দলে নেওয়া হয়েছে। কিন্তু তিনি প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, সেই বিষয়টি নিশ্চিত নয়। 

কারণ, ইতিমধ্যেই স্কোয়াডে রয়েছেন নীতিশ কুমার রেড্ডি। এই ম্যাচেও শুভমান গিল এবং রোহিত শর্মার ওপেনিং জুটি ভালোভাবে ক্লিক করে গেলে, ভারতের জন্য কাজটা এমনিতেই আরও সহজ হয়ে যাবে। সেইসঙ্গে, বিরাট কোহলি নিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল যথেষ্ট নির্ভরযোগ্য ব্যাটিং করছেন। 

সিরিজে সমতা ফেরাতে গেলে, এই ম্যাচ জিততেই হবে নিউজিল্যান্ডকে

পাশাপাশি বোলিং লাইনআপে প্রসিধ কৃষ্ণার পরিবর্তে আর্শদীপ সিংকে নিয়েও ভাবনাচিন্তা চলছে। চলতি সিরিজে সমতা ফেরাতে গেলে, এই ম্যাচ জিততেই হবে নিউজিল্যান্ডকে। আপাতত তাই ড্যারিল মিচেলের দিকেই তাকিয়ে আছে কিউইরা।

তবে জয় পেতে গেলে ডেভন কনওয়ে, হেনরি নিকোলস এবং উইল ইয়ংকেও বাড়তি দায়িত্ব নিতে হবে। অন্যদিকে, ভারতীয় বোলিং লাইন-আপেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজকোটে তেমন শিশির না থাকায় টস খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ত হবে না। শুরুতে পেসারদের সহায়ক উইকেটে প্রথমে ব্যাট করা দল ৩০০-র বেশি রান করবে বলে আশা করা যাচ্ছে। 

ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ

টিম ইন্ডিয়া: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, আয়ুষ বাদোনি/নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ

দ্বিতীয় একদিনের ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিট থেকে। স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচটি সরাসরি দেখা যাবে। সেইসঙ্গে, অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারেও ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিউজিল্যান্ডের, প্রথম একাদশে কারা?
MI vs GG WPL 2026: দ্বিতীয় জয় তুলে নিল মুম্বই, চলতি মরশুমে প্রথম হারের মুখ দেখল গুজরাত