IND vs NZ T20: ব্যাট হাতে ঈশান কিষাণ এবং বল হাতে আর্শদীপ, বিশ্বকাপের আগে অউকাত বোঝাল টিম ইন্ডিয়া

Published : Jan 31, 2026, 10:38 PM ISTUpdated : Feb 01, 2026, 02:11 AM IST
IND vs NZ T20

সংক্ষিপ্ত

IND vs NZ T20: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চলতি টি-২০ সিরিজের শেষ ম্যাচেও জয় ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে জয় পেলেন সূর্যকুমার যাদবরা।

IND vs NZ T20: জয়জয়কার টিম ইন্ডিয়ার। ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চলতি টি-২০ সিরিজের শেষ ম্যাচেও জয় ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে জয় পেলেন সূর্যকুমার যাদবরা। 

তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার, মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আর প্রথমে ব্যাট করে কার্যত, রানের পাহাড় গড়ে তারা। বিধ্বংসী ইনিংস উপহার দেন ঈশান কিষাণ। আবারও এই তরুণ ব্যাটার প্রমাণ করে দিলেন, কেন তাঁকে বিশ্বকাপের দলে সুযোগ দেওয়া হয়েছে।  

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে জয়

অন্যদিকে, দলের ওপেনার অভিষেক শর্মা করেন ৩০ রান এবং সঞ্জু স্যামসনের ঝুলিতে ৬ রান। এরপরেই ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করেন ঈশান কিষাণ। উপহার দেন ৪৩ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস। তাঁর এই চোখধাঁধানো ইনিংসে ছিল ৬টি চার এবং ১০টি ছয়। স্ট্রাইক রেট ২৩৯.৫৩। 

সেইসঙ্গে, অধিনায়ক সূর্যকুমার যাদবের সংগ্রহে ৩০ বলে ৬৩ রান। সূর্যর ইনিংসে ছিল ৪টি চার এবং ৬টি ছয়। স্ট্রাইক রেট ২১০.০০। অন্যদিকে, হার্দিক পান্ডিয়াও কম যাননি। ১৭ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস ভারতকে আরও শক্ত জায়গায় দাঁড় করিয়ে দেয়। হার্দিকের ইনিংসে ছিল ১টি চার এবং ৪টি ছয়। স্ট্রাইক রেট ২৪৭.০৬। এছাড়া রিঙ্কু সিং ৮ রানে এবং শিবম দুবে ৭ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে, ভারতের ইনিংস শেষ হয় ৫ উইকেট হারিয়ে ২৭১ রানে। 

নিউজিল্যান্ডের হয়ে ২টি উইকেট নেন লকি ফার্গুসন। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন জেকব ডাফি, কাইলে জেমিয়েসন এবং মিচেল স্যান্টনার। জবাবে ব্যাট করতে নেমে, ২২৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ওপেনার টিম সেফার্ট আউট হয়ে যান মাত্র ৫ রানে। তবে ফিন অ্যালেন ৩৮ বলে ৮০ রানের লড়াকু ইনিংস উপহার দেন। এই কিউয়ি ব্যাটারের ইনিংসে ছিল ৮টি চার এবং ৬টি ছয়। স্ট্রাইক রেট ২১০.৫৩। 

বিধ্বংসী ঈশান কিষাণ

এছাড়া রাচীন রবীন্দ্র করেন ৩০ রান, গ্লেন ফিলিপসের সংগ্রহে ৭ রান এবং ড্যারিল মিচেলের ঝুলিতে ২৬ রান। তবে অধিনায়ক মিচেল স্যান্টনার পুরোপুরি ব্যর্থ। কোনও রান করতে পারেননি তিনি। বেভন জেকবস করেন ৭ রান, কাইলে জেমিয়েসনের ঝুলিতে ৯ রান এবং লকি ফার্গুসনের সংগ্রহে ৩ রান। জেকব ডাফি ৯ রান করেন তবে ইশ সোধি কিছুটা লড়াই করার চেষ্টা করেন। 

তিনি ১৫ বলে ৩৩ রানের ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ১টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ২২০.০০। ১৯.৪ ওভারে, নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২২৫ রানে। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন আর্শদীপ সিং। একাই নেন ৫ উইকেট। ৩টি উইকেট পান অক্ষর প্যাটেল। এছাড়া ১টি করে উইকেট বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিং-এর দখলে। 

ভারত ৪৬ রানে ম্যাচ জিতে নিল। ম্যাচের সেরা ঈশান কিষাণ এবং সিরিজের সেরা সূর্যকুমার যাদব। আর এই জয়ের সুবাদে, ভারত ৪-১ ব্যবধানে সিরিজও জিতে নিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আর মাত্র মাঝে কয়েকটা দিন। তারপরেই শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। 

তার আগে এই জয় নিঃসন্দেহে গোটা দলের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করবে। সেইসঙ্গে, অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্মে ফেরা টিম ইন্ডিয়ার জন্য বিরাট প্রাপ্তি।

দুই দলের প্রথম একাদশ   

ভারতঃ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা।

নিউজিল্যান্ডঃ টিম সেফার্ট (উইকেটকিপার-ব্যাটার), ফিন অ্যালেন, রাচীন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, বেভন জ্যাকবস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইলে জেমিয়েসন, ইশ সোধি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দ্বিতীয় টি-২০ ম্যাচে ৯০ রানে জয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দখল পাকিস্তানের
ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি-২০: ঈশান কিষানের শতরান, কিউয়িদের টার্গেট ২৭২