ICC T20 World Cup 2026: মেগা ইভেন্টকে কেন্দ্র করেই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামকে সেইদিন কার্যত, মুড়ে ফেলা হবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। 

ICC T20 World Cup 2026: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না শ্রীলঙ্কা প্রশাসন (ind vs pak t20 wc)। বিশেষ করে যখন কলোম্বোতে ভারত বনাম পাকিস্তান অনুষ্ঠিত হতে চলেছে। প্রসঙ্গত, টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি (icc t20 world cup 2026)। 

ভারত-পাক ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তা

আর সেই মেগা ইভেন্টকে কেন্দ্র করেই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামকে সেইদিন কার্যত, মুড়ে ফেলা হবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। এই হাইভোল্টেজ ম্যাচ যাতে নির্বিঘ্নে শেষ হয়, সেইজন্য সমস্ত পরিকল্পনা প্রায় সেরে ফেলেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তারা।'

যদিও টি-২০ ক্রিকেট বিশ্বকাপে খেলা নিয়ে এখনও নিজেদের সিদ্ধান্ত পরিষ্কার করে কিছুই জানায়নি পাক বোর্ড। সোজা কথায় ঝুলিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি। শোনা যাচ্ছে, গোটা বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিরুদ্ধে নাও খেলতে পারে তারা। তবে সরকারিভাবে এখনও তাদের অবস্থান স্পষ্ট করে জানায়নি পিসিবি। 

এক্ষেত্রে চেয়ারম্যান মহসিন নকভিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তারপরেও ভারত-পাক ম্যাচ নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কা প্রশাসন। তাই প্রস্তুতি শুরু হয়ে গেছে জোরকদমে। কোনওরকম ফাঁক রাখতে চাইছেন না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তারা। তাই ভারত এবং পাকিস্তান, এই দুই ক্রিকেট দলের জন্যই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

বাকি দলগুলির জন্যও যথেষ্ট নিরাপত্তা

এই প্রসঙ্গে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে জানিয়েছেন, ‘‘ভারত-পাক ম্যাচে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত থাকবে। এই ম্যাচটিকে আমরা আলাদাভাবেই গুরুত্ব দিচ্ছি। কলম্বোর বিমানবন্দরে নামা থেকে শ্রীলঙ্কা ছাড়া পর্যন্ত, দুই দলের জন্যই কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। পুলিশ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকবে কম্যান্ডো বাহিনী।’’ 

অনেকটা বিদেশি রাষ্ট্রপ্রধানরা যে স্তরের নিরাপত্তা পেয়ে থাকেন, সেইরকমই দেওয়া হবে সূর্যকুমার যাদব এবং সলমন আঘাদের। তবে শুধু ভারত এবং পাকিস্তান নয়, বাকি দলগুলির জন্যও যথেষ্ট নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন গামাগে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।