IND vs PAK 2025: এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক! এবার ম্যাচ রেফারির কাছে নালিশ পাক ক্রিকেট বোর্ডের

Published : Sep 15, 2025, 01:10 PM IST
IND vs PAK

সংক্ষিপ্ত

IND vs PAK 2025: ম্যাচ শেষে 'নো হ্যান্ডশেক' পলিসি সূর্যদের। জয় ছিনিয়ে এনে সোজা মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন সূর্যকুমার যাদব এবং শিবম দুবে (india vs pakistan live)। 

IND vs PAK 2025: চলতি এশিয়া কাপে এবার হ্যান্ডশেক বিতর্ক। আর তারপরেই নালিশ। পাকিস্তানকে নাকানিচোবানি খাইয়ে জয় ভারতের। আর ম্যাচ শেষে 'নো হ্যান্ডশেক' পলিসি সূর্যদের। জয় ছিনিয়ে এনে সোজা মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন সূর্যকুমার যাদব এবং শিবম দুবে (india vs pakistan live)। কোনও সৌহার্দ্য বিনিময় নয়, বরং ২২ গজে মোক্ষম জবাব বোধহয় একেই বলে। তবে তারপর পাল্টা অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (no handshake ind vs pak post match)।

সোজা ডাগ-আউটের দিকে হাঁটা দেন সূর্য-শিবম

এই জয় দেশের সামরিক বাহিনী এবং পহেলগাঁও হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারদের উৎসর্গ করেছে ভারতীয় ক্রিকেট দল (ind vs pak asia cup 2025)। রবিবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলতি এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান। সেই ম্যাচেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। কিন্তু পহেলগাঁও হামলা এবং গোটা দেশের জনগণের আবেগকে গুরুত্ব দিয়ে, ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের পর পাকিস্তান অধিনায়কের সঙ্গে কোনওরকম সৌহার্দ্য বিনিময় করেননি। এমনকি, আক্রমণাত্মক মেজাজেই ম্যাচ জেতার পর, সোজা ডাগ-আউটের দিকে হাঁটা দেন সূর্য-শিবম। 

‘নো হ্যান্ডশেক' এবং বডি ল্যাঙ্গুয়েজ বলে দিল, এখানে ভারত জিততে এসেছে। মোক্ষম জবাবের সঙ্গে টপ লেভেল অ্যাটিটিউড নিয়েই মাঠ ছাড়ল গোটা ভারতীয় দল। পাক ক্রিকেট দল অপেক্ষা করলেও ভারতীয় দল হ্যান্ডশেক করেনি। কিন্তু এই অপমান একেবারেই মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই এবার সোজা নালিশ জানিয়েছে তারা। টিম ম্যানেজার নওয়েদ আখতার চিমা ম্যাচ রেফারির কাছে এই বিষয়ে সরকারিভাবে অভিযোগ জানিয়েছেন।

অপমানিত পাকিস্তান?

আর তারপরেই শুরু হয়ে যায় বিতর্ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন পাকিস্তান অধিনায়ক সলমন আগা। সেটা প্রথমে বোঝা না গেলেও, পরে সবাই নিশ্চিত হয়ে যান। কারণ, ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে পাকিস্তানের কোচ মাইক হেসন জানান, “ওদের আচরণে গোটা দল রীতিমতো হতাশ। আমরা ওদের সঙ্গে হাত মেলাতে চেয়েছিলাম। কিন্তু ওরা সেটা করেনি। সেইজন্যই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সলমন। এই ম্যাচটি আমাদের জন্য খুবই হতাশার।”

অন্যদিকে, পোস্ট-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে সূর্যকুমার বলেন, পাকিস্তান দলের সঙ্গে হাত না মেলানোটা শুধু দলের নয়, দেশের সরকারের এবং বোর্ডের সিদ্ধান্ত ছিল। আগে থেকেই তা ঠিক করা ছিল।

আর সেই অপমান মানতে না পেরেই দলের ম্যানেজার নওয়েদ আখতার চিমা ম্যাচ রেফারির কাছে এই বিষয়টি নিয়ে সরকারিভাবে অভিযোগ জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম