ইংল্যান্ড সফরে ফের চোট পেয়েছেন! কবে মাঠে ফিরতে পারবেন জসপ্রীত বুমরা?

Published : Aug 06, 2025, 04:58 PM ISTUpdated : Aug 06, 2025, 11:10 PM IST

Jasprit Bumrah: গত কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। কিন্তু এই পেসার অত্যন্ত চোটপ্রবণ। তিনি এবারের ইংল্যান্ড সফরে সব ম্যাচে খেলেননি। এই সফরেই বুমরা চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। এই পেসারকে নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে।

PREV
16
ইংল্যান্ড সফরে হাঁটুতে চোট পেয়েছেন ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা

ফের চোট পেয়েছেন জসপ্রীত বুমরা

ইংল্যান্ড সফরে ওভাল টেস্টের আগেই হাঁটুতে চোট পেয়েছেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা। এই কারণেই তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে খেলানো হয়নি। এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, হাঁটুর চোটে ভুগছেন বুমরা। তবে এই চোট গুরুতর নয়। আপাতত অস্ত্রোপচার করাতে হবে না।

DID YOU KNOW ?
চোটপ্রবণ ক্রিকেটার জসপ্রীত বুমরা
জসপ্রীত বুমরা বিশ্বের অন্যতম সেরা পেসার হলেও, বারবার চোট পেয়ে মাঠের বাইরে থাকছেন। ফলে সমস্যায় পড়ছে দল।
26
ওভালে সিরিজের শেষ টেস্ট ম্যাচের আগেই ভারতীয় দল থেকে জসপ্রীত বুমরাকে ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন

ওভাল টেস্টের আগেই কেন ছেড়ে দেওয়া হল বুমরাকে?

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচের আগেই জসপ্রীত বুমরাকে ছেড়ে দেওয়া হয়। দেশে ফিরে আসেন এই পেসার। ফলে প্রশ্ন উঠেছিল, চোট গুরুতর বলেই কি এই পেসারকে ছেড়ে দেওয়া হয়? তবে বিসিসিআই কর্তা আশ্বস্ত করেছেন, বুমরার চোট গুরুতর নয়। তিনি কিছুদিনের মধ্যেই মাঠে ফিরতে পারেন।

এবারের ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট ম্যাচে খেলেছেন জসপ্রীত বুমরা
ইংল্যান্ড সফরের আগেই ঠিক হয়ে গিয়েছিল, জসপ্রীত বুমরা তিনটি টেস্ট ম্যাচে খেলবেন। তার অন্যথা হয়নি।
36
এশিয়া কাপে ভারতীয় দলে থাকবেন পেস বিভাগের প্রধান ভরসা জসপ্রীত বুমরা?

এশিয়া কাপে খেলবেন জসপ্রীত বুমরা?

আগামী মাসে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবার এই টুর্নামেন্ট হবে টি-২০ ফর্ম্যাটে। ইংল্যান্ড সফরের পর আপাতত বিশ্রামে থাকছেন ভারতীয় ক্রিকেটাররা। এশিয়া কাপের দল এখনও ঘোষণা করেনি বিসিসিআই। জসপ্রীত বুমরা এশিয়া কাপের দলে থাকবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। চোট সারিয়ে ওঠার জন্য অপেক্ষা করছেন নির্বাচকরা।

46
কিছুদিন বিশ্রাম নিলেই কি সম্পূর্ণ ফিট হয়ে উঠে মাঠে ফিরবেন জসপ্রীত বুমরা?

কবে মাঠে ফিরবেন জসপ্রীত বুমরা?

জসপ্রীত বুমরার চিকিৎসা প্রয়োজন না বিশ্রাম নিলেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ওভাল টেস্টের আগে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়, বুমরার ফিটনেস সংক্রান্ত সমস্যা রয়েছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এবার জানা গেল, হাঁটুতে চোট পেয়েছেন এই পেসার।

56
বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে রিহ্যাবের জন্য যাবেন জসপ্রীত বুমরা

রিহ্যাবে যাবেন জসপ্রীত বুমরা

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, চোট পাওয়ার পর রিহ্যাবের জন্য বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে যাবেন জসপ্রীত বুমরা। কতদিনের মধ্যে এই পেসার ফিট হয়ে উঠবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। সম্পূর্ণ ফিট হয়ে উঠতে না পারলে এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পাবেন না বুমরা। তাঁর পরিবর্তে অন্য পেসারদের উপর ভরসা রাখতে হবে ভারতীয় দলকে।

66
এশিয়া কাপে ভারতীয় দলে জসপ্রীত বুমরা না থাকলেও তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়

ভারতীয় দলে জসপ্রীত বুমরার বিকল্প তৈরি

ওভাল টেস্টে জসপ্রীত বুমরা না খেললেও, ভারতীয় দলের জয় পেতে সমস্যা হয়নি। অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপরা। তাঁদের জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাতে পেরেছে ভারতীয় দল। ফলে এশিয়া কাপে বুমরা খেলতে না পারলেও ভারতীয় দলের সমস্যা হওয়ার কথা নয়।

Read more Photos on
click me!

Recommended Stories