2027 Cricket World Cup: ২০২৪ ও ২০২৫ সালে আইসিসি টুর্নামেন্ট জিতেছে ভারতীয় দল। ২০২৬ ও ২০২৭ সালে বিশ্বকাপ আছে। তবে ওডিআই বিশ্বকাপে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) খেলবেন কি না, সে বিষয়ে জল্পনা শুরু হয়েছে।
KNOW
Indian Cricket Team: গত মাসে বারাণসীতে (Varanasi) এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রোহিত শর্মার (Rohit Sharma) ছোটবেলার কোচ দ্রোণাচার্য পুরস্কারজয়ী (Dronacharya Awardee) দীনেশ লাড (Dinesh Lad) বলেছিলেন, 'নিশ্চিতভাবেই ওডিআই বিশ্বকাপে খেলবে রোহিত। এই কারণেই ও টি-২০ (T-20) ফর্ম্যাটের পর টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকেও অবসর নিয়েছে।' কিন্তু রোহিতের কোচের আশাপূরণ হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। রোহিত ও বিরাট কোহলিকে (Virat Kohli) ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে (2027 Cricket World Cup) খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা করছেন বিসিসিআই কর্তারা। তাঁরা এই দুই তারকা ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসতে পারেন। এই দুই ক্রিকেটারই টি-২০, টেস্ট থেকে অবসর নিয়েছেন। ভারতীয় দল এখন প্রতি বছর মাত্র কয়েকটি ৫০ ওভারের ম্যাচ খেলে। আগামী বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2026)। তার আগে ভারতীয় দল বেশি ওডিআই ম্যাচ খেলবে না। ফলে রোহিত ও বিরাটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
নেতৃত্ব হারাবেন রোহিত?
রোহিত ও বিরাট টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পর এই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ইংল্যান্ড সফরের (India tour of England, 2025) আগে টেস্ট থেকে অবসর ঘোষণা করেন রোহিত ও বিরাট। এরপর টেস্ট অধিনায়ক নির্বাচিত হন শুবমান গিল (Shubman Gill)। ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ ড্র করেছে ভারতীয় দল। এই কারণে শুবমানকে ভারতের ওডিআই দলের অধিনায়ক করার কথা ভাবছে বিসিসিআই। ফলে রোহিত-বিরাটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
অবসর নিতে হবে রোহিত-বিরাটকে?
রোহিত ও বিরাট আপাতত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছেন না। এই কারণে তাঁদের ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়েছে। ওডিআই বিশ্বকাপের প্রায় দু'বছর বাকি। ততদিন রোহিত ও বিরাট খেলার মতো জায়গায় থাকবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন বিসিসিআই কর্তারা। এই কারণে তাঁরা আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে চাইছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

