বাংলাদেশকে হারিয়ে টানা ৩ বার দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

দেশের মাটিতে আয়োজিত দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। অভিনন্দনের জোয়ারে ভাসছেন ভারতের দৃষ্টিহীন দলের ক্রিকেটাররা।

বাংলাদেশকে ১২০ রানে হারিয়ে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এই নিয়ে পরপর ৩ বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৭৭ রান করে ভারতীয় দল। সুনীল রমেশ ১৩৬ রান করে অপরাজিত থাকেন। অজয় কুমার রেড্ডি ১০০ রান করে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৫৭ রান করেই থেমে যায় বাংলাদেশ। এবার কোনও ম্যাচ না হেরেই এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এই সাফল্যে ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ। ট্যুইটে রাষ্ট্রপতি লিখেছেন, 'দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য় ভারতীয় দলকে আন্তরিক অভিনন্দন। এই ছেলেরা দেখিয়ে দিল, দৃঢ়চেতা মানসিকতা ও সঙ্কল্প থাকলে কিছুই অসম্ভব নয়। এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত। এই ছেলেদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।' প্রধানমন্ত্রীর ট্যুইট, 'ভারত আমাদের অ্যাথলিটদের জন্য গর্বিত। আমাদের দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ জয় আনন্দের খবর। আমাদের দলকে অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।'

 

Latest Videos

 

এদিনের ম্যাচের শুরুটা দেখে বোঝা যায়নি ভারতীয় দল এত সহজে জয় পাবে। ২৯ রানে ২ উইকেট হারিয়ে একটু চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু সেই পরিস্থিতি থেকে অধিনায়ক অজয় ও সুনীল মিলে দলের স্কোর দুর্দান্ত জায়গায় পৌঁছে দেন। এরপর বাকি কাজটা করে দেন ভারতের বোলাররা। বাংলাদেশের কোনও ব্যাটারই ভারতের বোলারদের চাপে ফেলতে পারেননি। ফলে বড় ব্যবধানে জয় পায় ভারত।

 

 

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করী, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারও ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। মিতালির ট্যুইট, ‘টানা ৩ বার চ্যাম্পিয়ন। দারুণ খেলল ভারতীয় দল। এরকম দাপট বজায় রাখা দারুণ কৃতিত্বের ব্যাপার। আন্তরিক অভিনন্দন জানাই।’

 

 

এবার টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে হেরে যান বিরাট কোহলিরা। ২০০৭ সালের পর আর টি-২০ বিশ্বকাপ জিততে পারেননি তাঁরা। কিন্তু অসাধারণ সাফল্য পাচ্ছে দৃষ্টিহীন ক্রিকেট দল। এই দলের ক্রিকেটারদের আশা, এই সাফল্যের পর তাঁরা প্রাপ্য স্বীকৃতি পাবেন।

আরও পড়ুন-

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচের পঞ্চম দিন জয়ের জন্য ৪ উইকেট দরকার ভারতের

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে কুম্বলে, অশ্বিনের রেকর্ড ছাপিয়ে গেলেন কুলদীপ

১৫ অলআউট! বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে লজ্জার রেকর্ড সিডনি থান্ডারের

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি