টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা পাকিস্তানের সিনিয়র ব্যাটার আজহার আলির

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পরেই ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাট থেকে সরে যাচ্ছেন পাকিস্তানের বর্তমান দলের অন্যতম সেরা ব্যাটার আজহার আলি। করাচিতে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলবেন।

শনিবার থেকে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ডের টেস্ট সিরিজ। এই ম্যাচের পরেই টেস্ট ফর্ম্যাট থেকে সরে যাবেন পাকিস্তানের ব্যাটার আজহার আলি। তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। পাকিস্তানের হয়ে ৯৫ টেস্ট ম্যাচ খেলে ৭,০৩০ রান করেন আজহার। তাঁর ব্যাটিং গড় ৬০। টেস্টে ১৯টি শতরান ও ৩৫টি অর্ধশতরান করেছেন এই ব্যাটার। সর্বোচ্চ স্কোর ৩০২। ৫৩টি ওডিআই ম্যাচ খেলে ১,৮৪৫ রান করেছেন। ওডিআই ম্যাচে তাঁর গড় ৩৬.৯০। ওডিআই ম্যাচে ৩টি শতরান ও ১২টি অর্ধশতরান করেছেন। সর্বোচ্চ স্কোর ১০২। এবার টেস্ট ম্যাচ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে আজহার বলেছেন, 'দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আমার কাছে গর্বের ও সম্মানের। অবসরের কথা ঘোষণা করা সবসময় কঠিন। কিন্তু অনেক ভেবে আমি ঠিক করেছি, এটাই টেস্ট ক্রিকেটে থেকে অবসর নেওয়ার উপযুক্ত সময়।'

আজহার আরও বলেছেন, 'আমি অনেকের কাছেই কৃতজ্ঞ। অনেকেই আমাকে সাহায্য করেছেন। আমার পরিবারের আত্মত্যাগ ছাড়া আমি আজ যেখানে পৌঁছে গিয়েছি, সেখানে আসতে পারতাম না। আমার বাবা-মা, স্ত্রী, ভাই-বোন, সন্তানরা আমার শক্তি। অনেকজন অসাধারণ ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি। ওদের সঙ্গে আমার সম্পর্ক গভীর। তাঁদের বন্ধু বলতে পেরে আমার গর্ব হয়। এমন কয়েকজন কোচের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, যাঁদের কাছে আমি কৃতজ্ঞ। আমার ক্রিকেটার হিসেবে যে স্বপ্ন ছিল, সে সবই পূরণ করতে পেরেছি। খুব বেশি ক্রিকেটার দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান না। পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার কাছে গর্বের। আমি ছোটবেলায় লেগস্পিনার ছিলাম। পরে আমি টেস্ট দলের নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছি। আমার জীবনের সবচেয়ে ভাল কিছু মুহূর্ত রয়েছে। সেই মুহূর্তগুলির কথা আমার চিরদিন মনে থাকবে।

Latest Videos

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, 'এই ম্যাচে আজহারকে প্রথম একাদশে রাখা হবে কি না, সেটা পরে ঠিক করা হবে। তবে আমি ওকে অভিনন্দন জানাতে চাই। ও আমাদের কাছে অনুপ্রেরণা। আমি যখন পাকিস্তানের হয়ে খেলা শুরু করি, তখন ও সিনিয়র ক্রিকেটার ছিল। ও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। ও আমাকে সবসময় আত্মবিশ্বাস জুগিয়েছে। ও ড্রেসিংরুমে সবসময় ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সবাইকে সাহায্য করত।'

আরও পড়ুন-

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে কুম্বলে, অশ্বিনের রেকর্ড ছাপিয়ে গেলেন কুলদীপ

মনোজের অপরাজিত ৬০, রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে দিল বাংলা

১৫ অলআউট! বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে লজ্জার রেকর্ড সিডনি থান্ডারের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গ্ল্যামারাস লুকে ঘুম উড়ালেন Sushmita Sen! #shorts #shortsfeed #bollywood #shortsviral #shortsvideo
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
‘ঠিক সময়ে না জাগলে Bangladesh-এর হিন্দুদের মতো অবস্থা হবে আমাদের’ সনাতনীদের বার্তা Sukanta-র
‘আমি আজও জানতে পারলাম না সেই রাতে কী হয়েছিল’ চোখে জল চলে আসবে অভয়ার মা-বাবার কথা শুনে | RG Kar
Bangladesh-এ এবার চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের উপর আক্রমণ, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari