
Kennington Oval Test Match: লন্ডনের (London) আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে ভারত-ইংল্যান্ড (England vs India) সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলায় বিঘ্ন ঘটাল বৃষ্টি। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের এই ম্যাচের অধিনায়ক অলি পোপ (Ollie Pope)। ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) এই সিরিজের সব ম্যাচেই টসে হেরে গেলেন। মেঘলা আবহাওয়ায় প্রথমে ব্যাটিং করতে নেমে চাপে পড়ে যায় ভারতীয় দল। ম্যাচের চতুর্থ ওভারের প্রথম বলেই প্রথম উইকেট হারায় ভারত। ৯ বল খেলে ২ রান করেই আউট হয়ে যান ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। এরপর ইনিংসের হাল ধরার চেষ্টা করেন অপর ওপেনার কে এল রাহুল (KL Rahul) এবং তিন নম্বরে ব্যাটিং করতে নামা সাই সুদর্শন (Sai Sudharsan)। তাঁদের জুটিতে ২৮ রান যোগ হয়। ৪০ বল খেলে ১৪ রান করে আউট হয়ে যান রাহুল। এরপর সাই সুদর্শনের সঙ্গে ক্রিজে যোগ দেন শুবমান।
এই ম্যাচে এখনও পর্যন্ত ২৩ ওভার খেলা হয়েছে। ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ৭২। ৬৭ বল খেলে ২৫ রান করে অপরাজিত সাই সুদর্শন। ২৩ বল খেলে ১৫ রান করে অপরাজিত শুবমান। প্রথমে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। তারপর বৃষ্টি থামলেও, আউটফিল্ড ভিজে থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি। এরপর ফের বৃষ্টি নামে। ফলে আপাতত খেলা বন্ধ। কখন আবার খেলা শুরু করা সম্ভব হবে, সে বিষয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। এখন অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।
লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন মোট চার ঘণ্টা বৃষ্টি হওয়ার কথা। টানা বৃষ্টি হলে আউটফিল্ড শুকনো করে তোলা কঠিন। ফলে এদিন আর খেলা হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।