ঋষভ পন্থ নেই, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে অনিশ্চিত জসপ্রীত বুমরা?

Published : Jul 29, 2025, 05:13 PM IST

England vs India: বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। ভারতীয় দল সিরিজে ১-২ পিছিয়ে। ফলে সমতা ফেরাতে হলে ওভালে (Kennington Oval) জয় পেতে হবে শুবমান গিলদের (Shubman Gill)।

PREV
16
ম্যাঞ্চেস্টারে ভাঙা পা নিয়েই ব্যাটিং করেছিলেন, ওভাল টেস্টে নেই ঋষভ পন্থ

৬ সপ্তাহ বিশ্রামে, ওভাল টেস্টে নেই ঋষভ পন্থ

বৃহস্পতিবার শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় দলের সহ-অধিনায়ক তথা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তাঁকে ৬ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট চলাকালীন পায়ে চোট পান ঋষভ। তাঁর পায়ের হাড় ভেঙে গিয়েছে। এই কারণেই ওভাল টেস্টে খেলতে পারবেন না ঋষভ।

DID YOU KNOW ?
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ১-২ পিছিয়ে ভারতীয় দল। বৃহস্পতিবার শুরু হচ্ছে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।
26
ফিটনেস-সমস্যায় ওভাল টেস্টে অনিশ্চিত ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা

ওভালে খেলবেন না জসপ্রীত বুমরা?

ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরার ফিটনেস নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যা রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে খেলার পর দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন এই পেসার। এরপর লর্ডস ও ম্যাঞ্চেস্টারে খেললেও, ওভাল টেস্টে অনিশ্চিত বুমরা। তাঁর ফিটনেস নিয়ে ফের সমস্যা তৈরি হয়েছে বলে ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে। ফলে ভারতের পেস আক্রমণ দুর্বল হয়ে যেতে পারে।

৩১
৩১ জুলাই শুরু ওভাল টেস্ট
৩১ জুলাই ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে।
36
ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে ওভাল টেস্টে খেলবেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল

ওভালে খেলছেন ধ্রুব জুরেল

ঋষভ পন্থ চোট পাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে খেলতে নামছেন ধ্রুব জুরেল। এই উইকেটকিপার-ব্যাটার এর আগে ভারতীয় দলের হয়ে একাধিক টেস্ট ম্যাচ খেলেছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে খেলা সহজ হবে না। ভালো পারফরম্যান্স দেখানোর জন্য জুরেলের উপর চাপ থাকবে।

46
জসপ্রীত বুমরা খেলতে না পারলে ওভালে তাঁর পরিবর্ত হবেন বাংলার পেসার আকাশ দীপ?

ওভালে খেলবেন আকাশ দীপ?

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। তবে চোটের জন্য তিনি ম্যাঞ্চেস্টার টেস্টে খেলতে পারেননি। ফিট হয়ে উঠলে ওভালে জসপ্রীত বুমরার পরিবর্ত হিসেবে ভারতীয় দলে ফিরতে পারেন আকাশ দীপ। এই পেসার ফের ভালো পারফরম্যান্স দেখালে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের উপর চাপ তৈরি হবে।

56
ওভালে আর্শদীপ সিংয়ের টেস্ট অভিষেক হতে পারে, বাদ পড়তে পারেন অংশুল কম্বোজ

ওভালে খেলবেন আর্শদীপ সিং?

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি বাঁ হাতি পেসার আর্শদীপ সিং। তবে ওভাল টেস্টে প্রথমবার তিনি খেলার সুযোগ পেতে পারেন। অংশুল কম্বোজের পরিবর্ত হিসেবে দলে আসতে পারেন আর্শদীপ। তিনি টেস্টে অভিষেকের অপেক্ষায়। ভারতীয় শিবিরের আশা, খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখাবেন আর্শদীপ।

66
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথমবার খেলার সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব

ওভালে খেলবেন কুলদীপ যাদব?

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। তবে ওভালে সিরিজের শেষ টেস্টে খেলার সুযোগ পেতে পারেন এই স্পিনার। তিনি থাকলে ভারতীয় দলের বোলিং আক্রমণে বৈচিত্র বাড়বে। এই কারণেই কুলদীপকে ওভালে খেলার সুযোগ দেওয়া হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories