গম্ভীর যুগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ বছর পর সিরিজ হার ভারতের, মুখ খুললেন রোহিত

গম্ভীর (Gautam Gambhir) জমানার শুরুটা কিন্তু খুব একটা ভালো হল না ভারতের (India)। প্রথম ওয়ানডে সিরিজেই হার।

Subhankar Das | Published : Aug 9, 2024 8:39 AM IST / Updated: Aug 09 2024, 06:01 PM IST

গম্ভীর (Gautam Gambhir) জমানার শুরুটা কিন্তু খুব একটা ভালো হল না ভারতের (India)। প্রথম ওয়ানডে সিরিজেই হার।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে প্রস্তুতির সেরা সুযোগ ছিল এটি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে লজ্জাজনক পারফরম্যান্স দেখাল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে একটি ম্যাচও জিততে পারল না ভারত। প্রথম ম্যাচ কোনওমতে টাই হওয়ার পর, টানা দুই ম্যাচে হার ভারতের।

Latest Videos

ফলে, ২-০ ব্যবধানে সিরিজ জয় শ্রীলঙ্কার। গত ২৭ বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের একটিতেও হারেনি ভারত। কিন্তু গৌতম গম্ভীরের কোচিংয়ের শুরুতেই সেই রেকর্ড কার্যত মুছে গেল।

উল্লেখ্য, বুধবার সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু ব্যর্থ হয় গোটা দল। প্রসঙ্গত, গম্ভীর জমানায় আরও একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। সেটা হল, দলের ব্যাটারদের দিয়েও বোলিং করানো হচ্ছে। একটা সময় যখন দলের কোচ গ্রেগ চ্যাপেল ছিলেন, তখনও এইরকম একটি বিষয় সামনে এসেছিল।

অলরাউন্ডার পারফরম্যান্স যাকে বলে। কিন্তু এক্ষেত্রে ওয়ান ডে সিরিজে ভারত যেভাবে হারল, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তাছাড়া এইমুহূর্তে শ্রীলঙ্কা অপেক্ষাকৃত দুর্বল দল ভারতের তুলনায়। তবুও ২৭ বছর পর সেই শক্তিশালী ভারতকেই হারাল লঙ্কাবাহিনী।

এদিকে এই প্রসঙ্গে রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়েছেন, “আমরা কীভাবে খেলতে চাই সেটা ক্রিকেটারদের স্পষ্ট করে জানিয়ে দিতে হবে। তার জন্য যদি দুর্ভাগ্যবশত অন্য ক্রিকেটারদের বেছে নিতে হয়, তা হলে সেটাই করা হবে। সব ধরনের পরিস্থিতিতে খেলার মতো ক্রিকেটারদের আমাদের দলে চাই। যেখানে বোলারদের বিরুদ্ধে খেলা বেশ শক্ত, অর্থাৎ কঠিন পিচেও বিভিন্ন ধরনের শট খেলার জন্য সাহস রাখতে হবে। নিজেদের পরিকল্পনা সঠিক রাখাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |
'বন্যার জন্য দায়ী মমতা, তিনি বাঁধ সংরক্ষণ না করে টাকা ঝেড়ে দিয়েছেন' বিস্ফোরক Suvendu Adhikari
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case