প্রেমদাসায় ঘূর্ণিতে মাত বিরাটরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে হার ভারতের

Published : Aug 07, 2024, 08:43 PM ISTUpdated : Aug 07, 2024, 09:09 PM IST
Dunith Wellalage

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজেই প্রথমবার খেললেন রোহিত শর্মা, বিরাট কোহলি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে জয় পেল না ভারতীয় দল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের কোনও ম্যাচেই জয় পেল না ভারতীয় দল। প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে হেরে গেলেন রোহিত শর্মারা। বুধবার তৃতীয় ওডিআই ম্যাচে ১১০ রানে হেরে গেল ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৪৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে ২৬.১ ওভারে মাত্র ১৩৮ রান করেই অলআউট হয়ে গেল ভারতীয় দল। রোহিত (৩৫), ওয়াশিংটন সুন্দর (৩০), বিরাট কোহলি (২০) ও রিয়ান পরাগ (১৫) ছাড়া ভারতের কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারলেন না। শ্রীলঙ্কার হয়ে অসাধারণ বোলিং করলেন দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকসানা, জেফ্রি বন্দরসে ও আসিথা ফার্নান্ডো।

টপ অর্ডারে বাজিমাত শ্রীলঙ্কার

বুধবার শ্রীলঙ্কার টপ অর্ডার অসাধারণ ব্যাটিং করল। ওপেনার আবিষ্কা ফার্নান্ডো ৯৬ রান করেন। অপর ওপেনার পথুম নিশাঙ্ক করেন ৪৫ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৯ রান করেন উইকেটকিপার কুশল মেন্ডিস। ২৩ রান করে অপরাজিত থাকেন কামিন্দু মেন্ডিস। ভারতের বোলারদের মধ্যে ৯ ওভারে ৫৪ রান দিয়ে ৩ উইকেট নেন পরাগ। ১ উইকেট করে নেন মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন ও কুলদীপ যাদব

ভারতের ব্যাটিং ব্যর্থতা

টি-২০ ম্যাচেই অনেকবার ২৫০ রান দেখা গিয়েছে। সেখানে ওডিআই ম্যাচে ২৪৯ রান মোটেই কঠিন নয়। কিন্তু ভারতীয় দল এই টার্গেটের ধারেকাছে পৌঁছতে পারল না। শ্রীলঙ্কার হয়ে ৫.১ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন ওয়েল্লালাগে। ৫ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন বন্দরসে। ৮ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন থিকসানা। ৫ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন আসিথা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বয়স হয়েছিল ৫৫ বছর, গুরুতর অসুস্থ হয়ে প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প

নতুনভাবে সেজে উঠছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার জয় শাহের

বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়, আইপিএল-এ মেগা নিলামের বিরোধিতা শাহরুখ-কাব্যর

PREV
click me!

Recommended Stories

Vijay Hazare Trophy 2026: শক্তিশালী কর্ণাটককে হারিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ
Bangladesh Cricket: ক্রিকেটারদের দাবি মানতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দায়িত্ব থেকে সরানো হল নাজমুলকে