
India Pakistan Conflict IPL Match: এই মুহূর্তের বড় খবর। ধর্মশালায় বাতিল করা হল পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালসের মধ্যে আইপিএল ম্যাচ। জম্মুতে পাকিস্তানের আক্রমণের পরেই মাঠের আলো কার্যত, নিভিয়ে দেওয়া হয়।
এরপরেই দর্শকদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে পুরোপুরি। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য জানিয়েছে, ধর্মশালায় স্টেডিয়াম সংলগ্ন গোটা এলাকায় বিদ্যুৎ না থাকার কারণেই মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং ম্যাচটি বাতিল করা হয়েছে।
পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। তবে বৃহস্পতিবার রাতে, পাকিস্তানের মোট ৮টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে।আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলির সবকটিকে আটকানো সম্ভব হয়েছে বলে খবর। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দু’টি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে জানা গেছে।
এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছিল পাঞ্জাব কিংস। ১০.১ ওভার সবে খেলা হয়েছিল। তারপরেই মাঠে হটাৎ করে আলো নিভতে শুরু করে। প্রিয়াংশ আর্য ৩৪ বলে ৭০ রান করে আউট হয়ে যান। দলের আরেক ওপেনার প্রভসিমরন সিংহ ২৮ বলে ৫০ রান করেন। ১২২ রান তুলে বেশ ভালো জায়গায় ছিল পাঞ্জাব। আর এই ম্যাচ জিতলেই প্লে-অফে উঠে যেত তারা। কিন্তু ম্যাচটি বাতিল করে দেওয়া হয়েছে দেশের নিরাপত্তার স্বার্থে।
এদিন ধর্মশালায় ম্যাচ শুরুর আগে ভারতীয় সেনাকে বাহবা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেশাত্মবোধক গানও গাওয়া হয় ধর্মশালা স্টেডিয়ামে। সঙ্গীত পরিবেশন করেন বি প্রাক। আইপিএল কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, “গর্বের গান গাওয়ার জন্য তৈরি হয়ে যাও ধর্মশালা। বি প্রাক দেশাত্মবোধক গান গাইবেন। ভারতীয় সেনাকে সম্মান জানানো হবে।”
তবে ম্যাচটি আর শেষ করা যায়নি। আপাতত বাতিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।