
Rohit Sharma Training: অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) ওডিআই সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। শুক্রবার মুম্বইয়ের (Mumbai) শিবাজি পার্কে (Shivaji Park) অনুশীলন করতে যান তিনি। অনুশীলন দেখতে হাজির হন বহু মানুষ। অনেকে ঠাট্টা করে বলছেন, দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন যত দর্শক হয়েছিল, রোহিতের অনুশীলন দেখতে তার চেয়ে বেশি ভিড় হয়েছিল। এই তারকা এদিন প্রায় দু'ঘণ্টা অনুশীলন করেন। তিনি ব্যাটিং অনুশীলনের সময় একের পর এক কভার ড্রাইভ, স্যুইপ-সহ বিভিন্ন ধরনের শট খেলেন। তাঁর ব্যাটিং অনুশীলন দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। তাঁদের আশা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ওডিআই সিরিজেও রোহিতের ব্যাট থেকে একের পর এক বড় শট দেখা যাবে।
এদিন রোহিতের সঙ্গে অনুশীলনে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)। এছাড়া ছিলেন আইপিএল-এ (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। এছাড়া স্থানীয় কয়েকজন বোলারও রোহিতকে সাহায্য করেন। রোহিতের অনুশীলন দেখতে হাজির হন তাঁর স্ত্রী রিতিকা সাজদে (Ritika Sajdeh)। অনুশীলনের পর অনুরাগীদের ভালোবাসার পাল্টা তাঁদের অভিবাদন জানান রোহিত।
টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওডিআই দলের নেতৃত্ব হারিয়েছেন রোহিত। ফলে তিনি ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) এই তারকা খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। তবে ভারতের ওডিআই দলের বর্তমান অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) জানিয়েছেন, রোহিত ও বিরাট কোহলি (Virat Kohli) ওডিআই বিশ্বকাপের দলে থাকার দৌড়ে আছেন। ফলে আপাতত অপেক্ষা করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।