2027 ICC Men's Cricket World Cup: ঠিক দু'বছর পর আফ্রিকার মাটিতে বসতে চলেছে ওডিআই বিশ্বকাপ। তার আগে ভারতীয় দলে যেভাবে রদবদল হচ্ছে তাতে সিনিয়র ক্রিকেটারদের দলে থাকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

DID YOU
KNOW
?
বিশ্বকাপে খেলবেন ২ তারকা?
রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা চলছে।

Rohit Sharma-Virat Kohli: তাঁর ঘনিষ্ঠ বন্ধু বিরাট কোহলি (Virat Kohli) অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরলেও, ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) খেলবেন কি না, সে বিষয়ে সংশয়ে দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন ব্যাটার এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। তিনি ভারতীয় দলে বিরাটের সতীর্থ রোহিত শর্মার (Rohit Sharma) বিষয়েও মুখ খুলেছেন। নিজের ইউটিউব চ্যানেলে এবি বলেছেন, 'ওরা (বিরাট-রোহিত) পরবর্তী বিশ্বকাপে খেলবে কি না, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। শুবমান গিলকে (Shubman Gill) যখন ওডিআই দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে, তখন নিশ্চয়ই বিরাট-রোহিতকে বিশ্বকাপের দলে না রাখার কথা ভাবা হচ্ছে। শুবমান অবিশ্বাস্য ফর্মে আছে। ও চমৎকার নেতা। ওর বয়স কম। ফলে ওর সামনে খুব ভালো সুযোগ আছে। আমার মনে হয়, রোহিত ও বিরাটকে দলে রাখাই ঠিক সিদ্ধান্ত। দুই সবচেয়ে অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারের কাছ থেকে অনেককিছু শিখতে পারবে শুবমান। বিরাট ও রোহিত উচ্চ মানের খেলোয়াড়। ওরা কিংবদন্তি। ওরা দলে থাকলে শুবমানের পক্ষে খুব ভালো হবে। কয়েকদিন পরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। আমরা আশা করছি অত্যন্ত বিনোদনমূলক ও অসাধারণ সিরিজ হবে।'

বিশ্বকাপের দলে থাকবেন না বিরাট-রোহিত?

শনিবার অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। রোহিত ও বিরাটকে ওডিআই সিরিজের দলে রাখা হয়েছে। তবে রোহিতের পরিবর্তে ওডিআই দলের নতুন অধিনায়ক হিসেবে শুবমানের নাম ঘোষণা করা হয়েছে। এরপরেই ওডিআই বিশ্বকাপে এই দুই তারকার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাইছেন বলে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা চলছে। বিসিসিআই (BCCI) কর্তারা এবং নির্বাচকরা গম্ভীরকে সমর্থন করছেন। ফলে অস্ট্রেলিয়া সফরের পরেই রোহিত-বিরাটকে ভারতীয় দল থেকে সরিয়ে দেওয়া হবে কি না, সেই জল্পনাও চলছে।

আশা ছাড়ছেন না এবি

রোহিত ও বিরাট ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলে যেতে পারেন বলে আশা করছেন এবি। তিনি বলেছেন, ‘রোহিত ও বিরাট এখন শুধু ওডিআই দলে আছে। ওরা ভারতীয় দলের হয়ে আরও একবার বিশ্বকাপে খেলতে চায় বলেই এখনও খেলে যাচ্ছে। তবে ওরা বিশ্বকাপে খেলবে কি না আমি জানি না। ২০২৭ সালে ভারতীয় দলে থাকতে হলে ওদের অনেককিছু করতে হবে। ওদের অনেক ম্যাচ খেলতে হবে এবং ফর্ম ধরে রাখতে হবে। ওদের রান করে নির্বাচকদের বার্তা দিতে হবে। তবে ওরা কিংবদন্তি। ফলে আমার দলে সবসময় আসবে। আমি কোনও কিছু না ভেবেই ওদের দলে রাখব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।