India Tour of Australia: সদ্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারতীয় দল। এ বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরেও সীমিত ওভারের ক্রিকেটে আধিপত্য বজায় রাখতে চাইবে টিম ইন্ডিয়া।
India vs Australia White Ball Series: ২০২৫-২০২৬ মরসুমে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল। পুরুষ দল তিনটি ওডিআই এবং পাঁচটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে। মহিলা দল তিনটি টি-২০, তিনটি ওডিআই এবং একটি টেস্ট ম্যাচ খেলবে। ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ায় আটটি আলাদা মাঠে ম্যাচ খেলবে ভারতের পুরুষ দল। রবিবার ভারতের পুরুষ ও মহিলা দলের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দল। ভারতের বিরুদ্ধে সিরিজের আগে অগাস্টে দেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে তিনটি ওডিআই এবং তিনটি টি-২০ হবে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-২০ বিশ্বকাপ হতে চলেছে। সে কথা মাথায় রেখে টি-২০ ম্যাচের উপর জোর দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
প্রথমবার সারা অস্ট্রেলিয়ায় ম্যাচ
অস্ট্রেলিয়ায় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার একই সিরিজে সব প্রদেশে ম্যাচ খেলবে পুরুষ জাতীয় দল। এ বিষয়ে রবিবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘২০২৫-২৬ মরসুমে প্রথমবার পুরুষদের দল অস্ট্রেলিয়ার আটটি প্রদেশ ও অঞ্চলেই ম্যাচ খেলবে। ক্যানবেরা ও হোবার্টে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ হবে।’
দেখে নিন ভারতের পুরুষ দলের সূচি
ভারতের পুরুষদের দল অস্ট্রেলিয়া সফরে প্রথম ওডিআই ম্যাচ খেলবে ১৯ অক্টোবর। এই ম্যাচ হবে পারথে। ২৩ অক্টোবর দ্বিতীয় ওডিআই ম্যাচ হবে অ্যাডিলেডে। ২৫ অক্টোবর তৃতীয় ওডিআই ম্যাচ হবে সিডনিতে। ২৯ অক্টোবর প্রথম টি-২০ ম্যাচ হবে ক্যানবেরায়। ৩১ অক্টোবর দ্বিতীয় টি-২০ ম্যাচ হবে মেলবোর্নে। ২ নভেম্বর তৃতীয় টি-২০ ম্যাচ হবে হোবার্টে। ৬ নভেম্বর চতুর্থ টি-২০ ম্যাচ হবে গোল্ড কোস্টে। ৮ নভেম্বর পঞ্চম টি-২০ ম্যাচ হবে ব্রিসবেনে।
দেখে নিন ভারতের মহিলা দলের সূচি
ভারতের মহিলা দল প্রথম টি-২০ ম্যাচ খেলবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি। এই ম্যাচ হবে সিডনিতে। ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-২০ ম্যাচ হবে ক্যানবেরার মানুকা ওভালে। ২১ ফেব্রুয়ারি তৃতীয় টি-২০ ম্যাচ হবে অ্যাডিলেডে। ২৪ ফেব্রুয়ারি প্রথম ওডিআই ম্যাচ হবে ব্রিসবেনে। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ওডিআই ম্যাচ হবে হোবার্টে। ১ মার্চ তৃতীয় ওডিআই ম্যাচ হবে মেলবোর্নে। ৬ মার্চ শুরু হবে দিন-রাতের টেস্ট ম্যাচ। এই ম্যাচ হবে পারথে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।