CSK vs RR Probable First XI: রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে চেন্নাই? দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

সংক্ষিপ্ত

CSK vs RR Probable First XI: গুয়াহাটিতে যেন মহারণ। মুখোমুখি চেন্নাই বনাম রাজস্থান (CSK vs RR)।

CSK vs RR Probable First XI: চলতি আইপিএল-এর (IPL 2025) আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। গুয়াহাটির বর্শাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রবিবাসরীয় সন্ধ্যায় মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস (Chennai Super Kings vs Rajasthan Royals)। কার্যত, টানটান উত্তেজনার ম্যাচ। 

 

Latest Videos

 

সবথেকে বড় বিষয়, গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে এই ম্যাচ খেলতে নামছে চেন্নাই (CSK)। নিঃসন্দেহে বাড়তি চাপ থাকবে ধোনিদের উপর। বিশেষ করে দলের ব্যাটিং লাইন-আপ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে (CSK vs RR 2025)। ওপেনার রাচিন রবীন্দ্র সেই ম্যাচে ভালো খেললেও বাকি ব্যাটাররা উপযুক্ত দায়িত্ব পালনে ব্যর্থ। তবে মহেন্দ্র সিং ধোনি শেষদিকে নেমে বেশ ঝোড়ো ব্যাটিং করেন। তাছাড়া উইকেটের পিছনেও তিনি নিজের দক্ষতা বারবার প্রমাণ করছেন (CSK vs RR Live score)। 

 

 

ফলে, রাচিন রবীন্দ্র এবং ধোনির দিকে তো নজর থাকবেই। তাই এই ম্যাচকে ফিরে আসার মঞ্চ হিসেবে ব্যবহার করতেই পারে সিএসকে। সেক্ষেত্রে রাহুল ত্রিপাঠি, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, স্যাম কুরান, শিবম দুবে, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার দিকেও চোখ রাখতেই হচ্ছে। আর বোলিং বিভাগে নূর আহমেদ যথেষ্ট ভরসা দিচ্ছেন দলকে। সঙ্গে মাথিশা পাথিরানা এবং খলিল আহমেদও ম্যাচের রং বদলে দিতে পারেন (IPL 2025 live score)।

অপরদিকে, রাজস্থানও (RR) গত ম্যাচে কলকাতার বিরুদ্ধে পরাজিত হয়েছে। জয়সওয়াল কিংবা সঞ্জু স্যামসন, কেউই সেইভাবে বড় রান পাননি। এছাড়া রিয়ান পরাগ, হাসারাঙ্গা, ধ্রুভ জুরেল এবং নীতিশ রানা, কেউই সেইভাবে দলকে সার্ভিস দিতে পারেননি। তবে এই ম্যাচে জয়ে ফিরতে হলে, এই ক্রিকেটারদেরদের দিকে নজর রাখতেই হবে। কারণ, তাদের স্কিল নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। অন্যদিকে, বোলিং বিভাগে জোফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডে এবং মাহিশ থিকশানার আরেকটু সপ্রতিভ হওয়া ভীষণ জরুরি (CSK vs RR Dream 11 prediction)। 

তবে দুর্দান্ত একটি ম্যাচ যে হতে চলেছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। 

এবার আসা যাক দুই দলের প্রথম একাদশের কথায় (CSK vs RR probable first xi)। 

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশঃ রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), দীপক হুডা, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার-ব্যাটার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমদ, মাথিশা পাথিরানা, খলিল আহমেদ

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতিশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুভ জুরেল (উইকেটকিপার-ব্যাটার), শিমরন হেটমেয়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা,তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার