
India vs England U-19: অনূর্ধ্ব-১৯ ক্রিকেটও যেন জমে উঠেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত ৫৪০ রান করে অলআউট হয়েছে। আয়ুষ মাত্রে করেছেন ১০২, অভিজ্ঞান কুন্ডু ৯০, রাহুল কুমার ৮৫ এবং এস আম্ব্রিশ ৭ রান করেছেন।,
অন্যদিকে, বিহান মালহোত্রা ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন। ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স গ্রিন এবং রালফি অ্যালবার্ট ৩ করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডও শুরুটা বেশ ভালোই করেছে। দ্বিতীয় দিনের শেষে তিন উইকেট হারিয়ে ১৯৫ রান তুলেছে ইংল্যান্ড। রকি ফ্লিন্টফ (৭০), বেন মায়েস (২) ক্রিজে রয়েছেন। হেনিল প্যাটেল ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন।
তবে শুরুটা খারাপ করে ইংল্যান্ড। আর্চি ভন (২), জেইডেন ডেলি (২৭) এর উইকেট তাড়াতাড়ি হারিয়ে ফেলে। এরপর হামজা শেখ (৮৪) - রকি জুটি ১৫৪ রান যোগ করেম এদিন। এই জুটিই দলকে কার্যত, ধসের হাত থেকে থেকে রক্ষা করেন। তবে হামজাকে আউট করে বৈভব সূর্যবংশী ভারতকে ব্রেক থ্রু এনে দেন। উল্লেখ্য, তার আগে ৭ উইকেট হারিয়ে ৪৫০ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিল ভারত। এরপর স্কোরবোর্ডে আরও ৯০ রান যোগ করে ভারত। টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে আম্ব্রিশের লড়াইয়ের সুবাদে স্কোর ৫০০ ছাড়িয়ে যায়। আম্ব্রিশ ছাড়াও হেনিল প্যাটেল (৩৮), দীপেশ দেবেন্দ্র (৪) এর উইকেট আজ হারিয়েছে। অনমোলজিৎ সিং (৮) অপরাজিত ছিলেন।
দ্বিতীয় উইকেটে ১৭৩ রানের জুটি গড়ে আয়ুষ মাত্রে এবং বিহান মালহোত্রা ভারতকে শক্তিশালী জায়গায় নিয়ে যান। ১১৫ বলে ১০২ রান করা আয়ুষ মাত্রেকে আউট করে আর্চি ভন সেই জুটি ভেঙে দেন।
এরপর বিহান মালহোত্রা (৬৭), মৌল্যরাজ সিং চাওদা (১১) আউট হলে ভারত ২০৬-৪ স্কোরে বিপদে পড়লেও পঞ্চম উইকেটে অভিজ্ঞান কুন্ডু (৯৫ বলে ৯০) এবং রাহুল কুমার (৮১ বলে ৮৫) শতরানের জুটি গড়ে ভারতকে ৩৮৫ রানে যান। পঞ্চম উইকেটে দুজনে মিলে ১৮১ রান যোগ করেন। শতরানের কাছাকাছি কুন্ডু এবং রাহুলকে ফিরিয়ে দিয়ে জ্যাক হোম ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে স্বস্তি এনে দেন।
এর আগে, একদিনের সিরিজ ভারত ৩-২ ব্যবধানে জিতে নিয়েছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।