India vs England 3rd Test: জিভে জল চলে আসা লাঞ্চের মেনু শুভমানদের জন্য! লর্ডসের বিখ্যাত শেফদের চেনেন?

Published : Jul 13, 2025, 09:59 PM ISTUpdated : Jul 13, 2025, 10:06 PM IST
India vs England 3rd Test

সংক্ষিপ্ত

India vs England 3rd Test: লর্ডস মানেই যেন লাঞ্চে বিভিন্ন ধরনের মেনু। রবিবার কী মেনু ছিল?  

India vs England 3rd Test: ঐতিহাসিক লর্ডসে টেস্ট ম্যাচ মানেই ক্রিকেটার এবং অতিথিদের জন্য প্রতিদিনই বিভিন্ন ধরনের খাবারের মেনুর ব্যবস্থা থাকে। রবিবার, লর্ডসে মধ্যাহ্নভোজে যে মেনু ছিল, তাতে দেখা গেল বেশিরভাগই হল ভারতীয় খাবার (england vs india live score)। 

কী কী ছিল মেনুতে?

রবিবার লর্ডসে, টমেটো সুপ, চিকেন-ওয়াইল্ড মাশরুম, কড মাছের ফিলে, চিকেন টিক্কা কারি, পনির কোর্মা, পালক শাক, ডাল, চিংড়ি মাছ, বাসমতি চালের ভাল, সবজি এবং ফলের স্যালাড রাখা হয়েছিল মেনুতে (test ind vs eng)।

এদিনের খেলা শুরু হতেই খাবারের তালিকা জানিয়ে দেওয়া হয়। ফলে, টেস্টের চতুর্থ দিন ভারতীয় ক্রিকেটাররা দেশীয় খাবার খেয়ে রীতিমতো তৃপ্ত। প্রসঙ্গত, এই খাবারের তালিকা বানান পুষ্টিবিদ বিশেষজ্ঞরা। তাই মশলা বা তেলযুক্ত খাবারের ব্যাপারে বিশেষ নজর রাখা হয়।

 

 

অভিনব খাবারের তালিকার জন্য লর্ডস এমনিতেই বিখ্যাত

আসলে প্রতিটি টেস্ট ম্যাচেই প্রচুর অতিথি খেলা দেখতে আসেন। লর্ডসের দুই রাঁধুনির নামও জেনে নিন। তারা হলেন টমি ব্যাঙ্কস এবং টম কেরিজ। আর অতিথিদের এইসব সুস্বাদু রান্না খাইয়ে তাদের কার্যত প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সবাই। কিন্তু একটা কথা বলতেই হবে যে, ঐতিহাসিক লর্ডসে টেস্ট ম্যাচ মানেই যেন ক্রিকেটার এবং অতিথিদের জন্য নানা ধরনের খাবারের মেলা। 

কার্যত, দুর্দান্ত সব মেনু 

লর্ডসে রবিবার, লাঞ্চের মেনু দেখেই যেন জিভে জল চলে আসবে। তার মধ্যে আবার বেশিরভাগই হল ভারতীয় খাবার। এদিন মেনুতে ছিল টমেটো সুপ, চিকেন-ওয়াইল্ড মাশরুম, কড মাছের ফিলে, চিকেন টিক্কা কারি, পনির কোর্মা, পালক শাক, ডাল, চিংড়ি মাছ, বাসমতি চালের ভাল, সবজি এবং ফলের স্যালাড রাখা হয়েছিল মেনুতে (test ind vs eng)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা