মোহালিতে চলছে ভারত-আফগানিস্তানের প্রথম টি-২০ ম্যাচ। সিরিজের প্রথম জিতে এগিয়ে যাওয়াই লক্ষ্য রোহিত শর্মা, শুবমান গিলদের। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতীয় দল।
শেষমুহূর্তে চোট পাওয়ায় মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামতে পারলেন না ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। ম্যাচের আগের দিন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানান, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং ওপেন করবেন যশস্বী। কিন্তু এদিন টসের সময় রোহিত জানান, চোট পাওয়ায় যশস্বীর পক্ষে খেলা সম্ভব হচ্ছে না। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘যশস্বী জয়সোয়ালের ডান কুঁচকি ফুলে গিয়েছে। যন্ত্রণাও আছে। সেই কারণে তাঁর পক্ষে এই ম্যাচে খেলা সম্ভব হচ্ছে না।’ এই সিরিজের পরের ২ ম্যাচে যশস্বী খেলতে পারবেন কি না, সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।
সঞ্জু স্যামসনের বাদ পড়া নিয়ে প্রশ্ন
মোহালিতে টসের সময় রোহিত জানান, এই ম্যাচে খেলছেন না সঞ্জু স্যামসন, যশস্বী, আবেশ খান ও কুলদীপ যাদব। এই ৪ জন ক্রিকেটারের মধ্যে যশস্বী চোটের জন্য খেলতে পারলেন না। আবেশের বাদ পড়া নিয়ে প্রশ্ন নেই। কিন্তু সঞ্জু ও কুলদীপের খেলার সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। মিডল অর্ডারে দলের ভরসা হতে পারতেন সঞ্জু। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে শতরান করেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি ভালো ফর্মে, আত্মবিশ্বাসও তুঙ্গে। এই পরিস্থিতিতে খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখাতে পারতেন। কিন্তু খেলারই সুযোগ পেলেন না সঞ্জু। ভালো ফর্মে থাকা কুলদীপকেও কেন খেলার সুযোগ দেওয়া হল না সেটা স্পষ্ট নয়।
কুলদীপ বাদ, দলে রবি বিষ্ণোই
ওডিআই বিশ্বকাপের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে সর্বাধিক উইকেট নেন রিস্ট স্পিনার রবি বিষ্ণোই। সেই কারণেই হয়তো আফগানিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলার সুযোগ দেওয়া হল। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে সর্বাধিক উইকেট নেন কুলদীপ। ফলে তাঁরও সুযোগ প্রাপ্য ছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Afghanistan: অক্ষর-মুকেশের দুরন্ত বোলিং, আফগানদের ১৫৮ রানে আটকে রাখল ভারত
Rahul Dravid Birthday: প্রাক্তন সতীর্থ দ্রাবিড়ের জন্মদিন, শুভেচ্ছাবার্তা সচিনের