India Vs Afghanistan: রবিবার হতে পারে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের দল ঘোষণা, বিরাট-রোহিতকে নিয়ে জল্পনা

Published : Jan 06, 2024, 11:07 PM ISTUpdated : Jan 06, 2024, 11:47 PM IST
Virat Kohli-Rohit Sharma

সংক্ষিপ্ত

আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা নিয়ে জল্পনা অব্যাহত। শুক্রবার থেকেই ভারতীয় দল নিয়ে আলোচনা চলছে। তবে শনিবারও দল ঘোষণা করল না বিসিসিআই।

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য শনিবার দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে এখনও ভারতীয় দল ঘোষণা করেনি বিসিসিআই। রবিবার মুম্বইয়ে বৈঠকে বসছেন নির্বাচকরা। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। টি-২০ ফর্ম্যাটে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আর খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। টি-২০ বিশ্বকাপের আগে এটাই টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের শেষ সিরিজ। এই সিরিজের দলে যদি রোহিত-বিরাটকে রাখা না হয়, তাহলে ধরেই নেওয়া যায়, টি-২০ বিশ্বকাপের দলে তাঁদের রাখা হবে না।

রবিবারের বৈঠকে থাকবেন রোহিত?

দল নির্বাচনী বৈঠকে কোচ-অধিনায়ক থাকেন। কিন্তু রবিবারের বৈঠকে ভারতের অধিনায়ক রোহিত থাকবেন কি না স্পষ্ট নয়। রোহিত অবশ্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে এসেছেন। দল নির্বাচনী বৈঠক মুম্বইয়েই হবে। ফলে রোহিতকে ডাকা হলে তিনি এই বৈঠকে থাকতেই পারেন। রবিবারের বৈঠকে থাকবেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রধান নির্বাচক অজিত আগরকরও এই বৈঠকে থাকবেন। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় থাকাকালীনই আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। সেই কারণেই রবিবার বৈঠক হতে চলেছে।

আফগানিস্তানের বিরুদ্ধে নেই হার্দিক-সূর্যকুমার

ওডিআই বিশ্বকাপে পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বোলিং করার সময় চোট পেয়ে ছিটকে যান ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই চোটের কারণে তিনি আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে পারবেন না। হার্দিকের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু তিনিও চোট পেয়ে মাঠের বাইরে। সেই কারণেই আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতের দলে থাকার সম্ভাবনা বাড়ছে। রোহিতকে সুযোগ দেওয়া হলে বিরাটকেও দলে রাখা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Afghanistan: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জর্দান

Australia Vs Pakistan: নতুন বছরে পাকিস্তানকে হোয়াইটওয়াশ 'উপহার' অস্ট্রেলিয়ার

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup: খেলোয়াড়দের কোর্টে বল, ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আজই সিদ্ধান্ত জানাতে হবে BCB-কে
ICC ODI Ranking: কোহলিকে টপকে শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রোহিত কোথায়?