Rashid Khan: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই আফগানিস্তানের তারকা রশিদ খান

বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-আফগানিস্তানের টি-২০ সিরিজ। টি-২০ বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-২০ সিরিজ। সেই কারণে এই সিরিজকে প্রচণ্ড গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল।

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারছেন না আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান। কিছুদিন আগেই তাঁর কোমরে অস্ত্রোপচার করা হয়েছে। এরপর এখনও ফিট হয়ে উঠতে পারেননি এই তারকা ক্রিকেটার। তাঁর ফিট হয়ে উঠতে এখনও কিছুদিন লাগবে। অস্ত্রোপচারের কারণে বিগ ব্যাশ লিগ ও এসএ২০ লিগে খেলতে পারছেন না রশিদ। এবার ভারতের বিরুদ্ধেও খেলতে পারছেন না তিনি। এই সিরিজে যে রশিদের খেলার সম্ভাবনা কম, সেটা আগেই বোঝা গিয়েছিল। সেই কারণে তাঁর পরিবর্তে ইব্রাহিম জর্দানকে অধিনায়ক ঘোষণা করা হয়। সিরিজ শুরু হওয়ার আগের দিন জর্দান জানিয়েছেন, রশিদের পক্ষে খেলা সম্ভব হবে না।

রশিদ না থাকায় শক্তি হারাল আফগানিস্তান

Latest Videos

আফগানিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার রশিদ। তিনিই দলের সবচেয়ে অভিজ্ঞ ও সফল ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে রশিদ খেলতে পারলে তাঁর দলের সুবিধা হত। কারণ, ভারতে খেলার অনেক অভিজ্ঞতা আছে এই তারকার। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল-এও খেলেন এই অলরাউন্ডার। ফলে তিনি ভারতের সব স্টেডিয়ামের পরিবেশ-পরিস্থিতির সঙ্গেই পরিচিত। ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের জন্য দলের সঙ্গে মোহালিতেও গিয়েছেন রশিদ। কিন্তু তিনি এখনও ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি। সেই কারণেই তাঁর পক্ষে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলা সম্ভব হচ্ছে না।

ওডিআই বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে রশিদ

২০২৩ সালের নভেম্বরে রশিদের কোমরে অস্ত্রোপচার হয়। এরপর থেকেই তিনি খেলতে পারছেন না। মোহালিতে ম্যাচের আগের দিন জর্দান বলেছেন, ‘রশিদ এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি। এখন ওর রিহ্যাব চলছে। এই সিরিজে ওর অভাব অনুভব করব। তবে রশিদ খেলতে না পারলেও, আমাদের দলের অন্য কয়েকজন খেলোয়াড়ের উপর আস্থা রাখা যায়। আমাদের দলে মুজিব জর্দান আছে। ও অনেক ম্যাচ খেলেছে। ওর উপর আমরা ভরসা করছি। রশিদ না থাকায় আমাদের সমস্যা হবে ঠিকই, তবে আমাদের যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mumbai Cricket: ফিল্ডিংয়ের সময় মাথায় লাগল অন্য ম্যাচের বল, মৃত্যু মুম্বইয়ের ব্যবসায়ীর

SA20: টেস্টের চেয়ে টি-২০ লিগকে বেশি গুরুত্ব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা, দাবি প্রাক্তন অধিনায়কের

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি