অস্ট্রেলিয়া সফরে পরপর দু'বার টেস্ট সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। এবারও সেই সাফল্যের ধারা অব্যাহত রাখাই রোহিত শর্মা, বিরাট কোহলিদের লক্ষ্য।
২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলার পর মেয়ে ভামিকার জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকার জন্য দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি। এবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ব্যক্তিগত কারণে পারথ টেস্টে না-ও খেলতে পারেন। বিসিসিআই-এর শীর্ষ মহল এবং নির্বাচকদের রোহিত জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত সমস্যা রয়েছে। এই সমস্যা যদি চলতে থাকে, তাহলে পারথ টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত। তবে তিনি এখনও নিশ্চিতভাবে কিছু জানাননি। ফলে বিসিসিআই ও নির্বাচকরা এখন অপেক্ষা করছেন।
মাঠের বাইরে রোহিত
দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার পর আপাতত মাঠের বাইরে রোহিত। তিনি টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। ফলে এখন শুধু টেস্ট, ওডিআই ফর্ম্যাটে খেলছেন। তাঁর নেতৃত্বে আইসিসি টুর্নামেন্টের খরা কাটিয়েছে ভারতীয় দল। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাই রোহিতের লক্ষ্য। ভারতীয় দল পরপর দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার চ্যাম্পিয়ন হওয়াই ভারতের মানুষ।
অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট শতরানের লক্ষ্যে রোহিত
২২ নভেম্বর পারথ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। এরপর ৬ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্ট ম্যাচ শুরু হবে। এরপর ১৪ ডিসেম্বর গাব্বা টেস্ট ম্যাচ শুরু হবে। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট ম্যাচ শুরু হবে মেলবোর্নে। ২০২৫ সালের ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া সফরে টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত ৩১.৩৮ গড়ে ৪০৮ রান করেছেন রোহিত। তিনি ৩টি অর্ধশতরান করেছেন। অস্ট্রেলিয়া সফরে টেস্ট ম্যাচে রোহিতের সর্বাধিক স্কোর ৬৩।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'সবার জীবন উন্নত করার জন্য কাজ করে গিয়েছেন,' রতন টাটার প্রতি শ্রদ্ধার্ঘ্য রোহিত শর্মার
'রোহিত শর্মা অনুপ্রেরণা,' মহিলাদের টি-২০ বিশ্বকাপের আগে বার্তা শেফালি ভার্মার
বয়স্কতম ভারতীয় অধিনায়ক হিসেবে এই রেকর্ড গড়লেন, নতুন উচ্চতায় রোহিত শর্মা