ফুটবল, ক্রিকেট-সহ বিভিন্ন খেলার প্রতি আগ্রহ ছিল রতন টাটার। তিনি অনেক খেলার প্রতিই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই কারণে তাঁর প্রয়াণে ক্রীড়ামহলে শোকের ছায়া।

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি রতন নাভাল টাটার প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব। এই শিল্পপতির প্রয়াণে ক্রীড়ামহলে শোকের ছায়া। 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে রোহিত লিখেছেন, 'সোনার হৃদয়যুক্ত একজন মানুষ। স্যার, আপনি এমন একজন মানুষ ছিলেন, যিনি সারাজীবন সবার জন্য ভাবতেন। সবার জীবন উন্নত করার জন্য সারাজীবন কাজ করে গিয়েছেন।' 'এক্স' হ্যান্ডলে সূর্যকুমার লিখেছেন, ‘একটি যুগের অবসান হল। দয়া-মায়ার আদর্শ উদাহরণ ছিলেন। সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন। একজন বিস্ময়কর ব্যক্তি ছিলেন। স্যার, আপনি অসংখ্য হৃদয় স্পর্শ করেছেন। আপনার জীবন দেশের প্রতি আশীর্বাদ। আপনার অফুরন্ত ও নিঃশর্ত সেবার জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরকাল থেকে যাবে। গৌরবময়ভাবে বিশ্রাম নিন স্যার।’

মুম্বইয়ে প্রয়াত রতন টাটা

৮৬ বছর বয়সে প্রয়াত রতন টাটা। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বুধবার তিনি প্রয়াত হয়েছেন। কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত আশঙ্কাই সত্যি হল। এই বিশিষ্ট শিল্পপতির প্রয়াণ সারা দেশের জন্যই বড় ক্ষতি।

Scroll to load tweet…

Scroll to load tweet…

শোকাহত ক্রিকেট মহল

ক্রীড়া জগতের সঙ্গে রতন টাটার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আইপিএল-এর স্পনসর টাটা গোষ্ঠী। আইএসএল-এ জামশেদপুর এফসি-র কর্ণধার টাটা গোষ্ঠী। এই কারণে রতন টাটার প্রয়াণ ক্রীড়ামহলের কাছেও বড় ধাক্কা। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া, ধারাভাষ্যকার হর্ষ ভোগলে, ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, হরভজন সিং-সহ ক্রিকেট মহলের অনেকেই রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। এই শিল্পপতি এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি সারাজীবন কোনও বিতর্কে জড়াননি। সবসময় সবাইকে সাহায্য করে গিয়েছেন রতন টাটা। এই কারণে তিনি শ্রদ্ধার পাত্র।

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রতন টাটার ৭টি বিশেষ উক্তি, যার জোরে জীবনের হতাশার অধ্যায় পেরিয়ে আসতে পারবেন সহজেই

রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠল, শিবসেনা নেতার চিঠি সিএম শিন্ডেকে

'আমি একজন বন্ধুকে হারিয়েছি', রতন টাটার মৃত্যুতে মুকেশ আম্বানির আবেগঘন পোস্ট