গত কয়েক বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দাপট দেখিয়েছে ভারতীয় দল। পরপর ২ বার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে জয় পেয়েছে ভারত।
চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে একমত হয়েছে। ২০২৩ সালে ভারতের মাটিতে ৪ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছিল। তারপর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই হয়। প্রায় ২ বছর পর ফের ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ হবে। ১৯৯১-৯২ মরসুমে শেষবার ভারত-অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছিল। ৩২ বছর পর ফের বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজের বিষয়ে সম্মত হয়েছে। টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় দল। গত ২ বার দাপট দেখিয়ে সিরিজ জিতেছে ভারত। ফলে এবারের সিরিজের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে।
টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে বিসিসিআই
ভারত-অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট সিরিজ সম্পর্কে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের সুপ্রাচীন ঐতিহ্য বজায় রাখার জন্য দায়বদ্ধ বিসিসিআই। আমরা টেস্ট ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। বর্ডার-গাভাসকর ট্রফিতে যাতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ হয়, সে বিষয়ে আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। টেস্ট ক্রিকেটের গুরুত্ব বৃদ্ধি করার বিষয়ে আমাদের যৌথ দায়বদ্ধতা রয়েছে। টেস্ট ক্রিকেটের ঐতিহ্য বজায় রাখার জন্য আমরা দায়বদ্ধ। ভারত ও অস্ট্রেলিয়া একসঙ্গে আসায় সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বেড়ে যেতে চলেছে।’
কবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা?
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, '১৯১১-৯২ মরসুমের পর আগামী গ্রীষ্মে প্রথমবার ভারত ও অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে টেস্ট ম্যাচের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। ২০২৪-২৫ মরসুমের গ্রীষ্মে দেশের মাটিতে টেস্ট সিরিজের আকর্ষণ বাড়তে চলেছে। কয়েকদিনের মধ্যেই এই সিরিজের সূচি ঘোষণা করা হবে।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: গ্যালারিতে মারপিট রোহিত ও হার্দিকের অনুরাগীদের, ভাইরাল ভিডিও
IPL 2024: হার্দিককে টেক্কা শুবমানের, মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে দুরন্ত জয় গুজরাট টাইটানসের
Virat Kohli: জীবন বদলে দিয়েছে দ্বিতীয় সন্তানের জন্ম, জানালেন বিরাট কোহলি