India Vs Australia: বেঙ্গালুুরুতেও জয়, টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ হারাল ভারত

রবিবার ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ আপাতভাবে গুরুত্বহীন ছিল। তবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচে লড়াই দেখা গেল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৪-১ জয় পেল ভারতীয় দল। রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ম্যাচে ৬ রানে জয় পেল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে শেষ ম্যাচেও জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভারত। রবিবারের ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালেন শ্রেয়াস আইয়ার. অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, যশস্বী জয়সোয়াল, মুকেশ কুমার, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং। বেঙ্গালুরুতে সামগ্রিকভাবে ভারতীয় দলের ব্যাটাররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, বোলাররা ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে জয় এনে দিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ভালো ব্যাটিং করেন বেন ম্যাকডারমট। তিনি ৩৬ বলে ৫৪ রান করেন। তিনি ৫টি ওভার-বাউন্ডারি মারেন। তবে তাঁর পক্ষে দলকে জয় এনে দেওয়া সম্ভব হল না। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অক্ষর। সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন বিষ্ণোই।

১৬০ রান করেও জয় ভারতের

Latest Videos

রবিবারের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৬০ রান করে ভারতীয় দল। ৩৭ বলে ৫৩ রান করেন শ্রেয়াস। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ২১ বলে ৩১ রান করেন অক্ষর। জিতেশ করেন ২৪ রান। ২১ রান করেন যশস্বী। অস্ট্রেলিয়ার হয়ে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন বেন ডোয়ারশাইস। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন জেসন বেহরেনডর্ফ। ২১ রান দিয়ে ১ উইকেট নেন অ্যারন হার্ডি। ৪২ রান দিয়ে ১ উইকেট নেন নাথান এলিস। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন তনবীর সাংঘা। রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৫৪ রান করেই থেমে গেল অস্ট্রেলিয়া।

ফের দুরন্ত বোলিং মুকেশের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখালেন বাংলার পেসার মুকেশ। রবিবারও তিনি ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন বিষ্ণোই। ৪০ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ। ১৪ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024 Auction: ১৯ ডিসেম্বর দুবাইয়েই হচ্ছে আইপিএল নিলাম, জানিয়ে দিল বিসিসিআই

Virat Kohli: টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন বিরাট কোহলি? জারি জল্পনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News