India Vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচেও টসে হেরে প্রথমে ব্যাটিং ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের ৪টি ম্যাচের মধ্যে ৩টিতেই জয় পেয়েছে ভারত। ফলে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। পঞ্চম ম্যাচটি কার্যত নিয়মরক্ষার।

Soumya Gangully | Published : Dec 3, 2023 11:44 AM IST / Updated: Dec 03 2023, 07:27 PM IST

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। দীপক চাহারের পরিবর্তে খেলছেন আর্শদীপ সিং। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, জরুরি কারণে বাড়ি ফিরে গিয়েছেন চাহার। সেই কারণেই তাঁর পরিবর্তে খেলছেন আর্শদীপ। এছাড়া দলে আর কোনও বদল হয়নি। ভারতের হয়ে এই ম্যাচে খেলছেন- যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার ও আর্শদীপ সিং। ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবে এই ম্যাচে খেলার সুযোগ পাবেন বলে শোনা যাচ্ছিল। তবে শেষপর্যন্ত তাঁদের একাদশে রাখা হল না।

সিরিজ ৪-১ করার লক্ষ্যে ভারত

টসে হারার পর ভারতের অধিনায়ক সূর্যকুমার বলেছেন, ‘আমরা টসে জিতলে প্রথমে বোলিংই করতাম। আমি দলের সবাইকে বলেছি, কোনও কিছু বদল করার দরকার নেই। ফের অসাধারণ দর্শকদের সামনে খেলার সুযোগ পাচ্ছি আমরা। তাই আমাদের শুধু মাঠে নেমে খেলা উপভোগ করতে হবে। আমাদের দলের ব্যাটাররা এই সিরিজে যেভাবে ব্যাটিং করেছে, তারপর ওদের বলেছি, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে।’

অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন

টসে জেতার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। উইকেট দেখে একটু কঠিন বলে মনে হচ্ছে। আবহাওয়াও খুব একটা ভালো নয়। আমাদের দলে একটি বদল হয়েছে। ক্রিস গ্রিনের বদলে দলে এসেছে নাথান এলিস। নির্বাচক ও তরুণ ক্রিকেটারদের জন্য এই সময়টা অত্যন্ত আকর্ষণীয়। তরুণ ক্রিকেটাররা দলে সুযোগ পাওয়ার জন্য লড়াই করছে। কয়েকটি জায়গা দখল করার জন্য একাধিক ক্রিকেটারের মধ্যে লড়াই চলছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024 Auction: ১৯ ডিসেম্বর দুবাইয়েই হচ্ছে আইপিএল নিলাম, জানিয়ে দিল বিসিসিআই

Virat Kohli: টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন বিরাট কোহলি? জারি জল্পনা

Read more Articles on
Share this article
click me!