India Vs Australia: বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে ভারত

রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। সিরিজে ৩-১ এগিয়ে ভারত। রবিবার জিতে সিরিজ ৪-১ করাই ভারতীয় দলের লক্ষ্য।

Soumya Gangully | Published : Dec 3, 2023 9:08 AM IST / Updated: Dec 03 2023, 03:49 PM IST

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত জয় পায়নি ভারতীয় দল। রবিবার এই রেকর্ড বদলানোই সূর্যকুমার যাদব, মুকেশ কুমারদের লক্ষ্য। এই স্টেডিয়ামে ভারতীয় দল এখনও পর্যন্ত ৬টি টি-২০ ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ২ ম্যাচে এবং হার ৩ ম্যাচে। ১টি ম্যাচের কোনও ফল হয়নি। বেঙ্গালুরুতে ২টি টি-২০ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ২টি ম্যাচেই জয় পেয়েছে তারা। ফলে রবিবারের ম্যাচ আপাত গুরুত্বহীন হলেও, জয় পাওয়াই ভারতীয় দলের একমাত্র লক্ষ্য। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে প্রথম জয়ই রবিবার ম্যাচে ভারতীয় দলের লক্ষ্য।

ভারতীয় দলে বদলের সম্ভাবনা

রবিবারের ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে ওয়াশিংটনকে খেলার সুযোগ দেওয়া হতে পারে। রিঙ্কু সিংকে বিশ্রাম দেওয়া হতে পারে। এই ম্যাচে ভারতীয় দলে থাকতে পারেন- যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, দীপক চাহার, আবেশ খান ও মুকেশ কুমার।

বেঙ্গালুরুতে মেঘলা আকাশ

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার সারাদিন বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। আকাশের ৯০ শতাংশই মেঘে ঢাকা থাকছে। রাতে অবশ্য বৃষ্টির পূর্বাভাস কমে হচ্ছে ২৫ শতাংশ। তবে পুরো আকাশই মেঘে ঢাকা থাকবে বলে জানানো হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে শেষ ম্যাচ

আগামী সপ্তাহেই ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে। এই সফরের আগে দেশের মাটিতে শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Australia: ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম টি-২০ ম্যাচে বাধা হবে বৃষ্টি?

Virat Kohli: টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন বিরাট কোহলি? জারি জল্পনা

Read more Articles on
Share this article
click me!