
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ৮৪ রান করে আউট হয়ে গেলেন অক্ষর প্যাটেল। এই বাঁ হাতি ব্যাটার প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে যেতেই অলআউট হয়ে গেল ভারত। ১ রান করে অপরাজিত থাকলেন মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ২২৩ রানে এগিয়ে ভারত। এদিন সকালে প্রথমে আউট হয়ে যান রবীন্দ্র জাদেজা। তিনি করেন ৭০ রান। এরপর আউট হন মহম্মদ সামি। এই পেসার বেশ ভালো ব্যাটিং করেন। তিনি ৪৭ বলে ৩৭ রান করেন। ২টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন সামি। এরপর আউট হয়ে যান অক্ষর। প্রথম ইনিংসে বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এরপর ব্যাটাররাও ভালো পারফরম্যান্স দেখালেন। এবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেও যদি ভারতের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে সহজেই ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যাবে ভারতীয় দল। শনিবার তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে ম্যাচ।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে এনেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পঞ্চম বলেই উসমান খাজাকে আউট করে দিলেন অশ্বিন। ৫ রান করে স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন খাজা। এবারই প্রথম ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। ভিসা সংক্রান্ত সমস্যার জন্য ভারতে আসতে দেরি হয়েছে। তারপর প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই বড় রান পেলেন না খাজা। শুরুতেই ওপেনারের উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে ভারতের বোলারদের। জাদেজা বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। অক্ষর প্রথম ইনিংসে উইকেট না পেলেও, ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখালেন। সামি বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো পারফরম্যান্স দেখালেন। ভারতের বোলাররা দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রেখেছেন।
অশ্বিন শুরু থেকেই টার্ন ও বাউন্স পাচ্ছেন। পিচ থেকে সাহায্য পেয়ে তিনি ভয়ঙ্কর হয়ে উঠছেন। সামি ও অশ্বিন ছাড়া অন্য কোনও বোলারকে এখনও আক্রমণে আনেননি রোহিত। জাদেজা, অক্ষর, সিরাজরা বোলিং করতে এলে তাঁরাও উইকেট পেতে পারেন। বিশেষ করে জাদেজা প্রথম ইনিংসে যে পারফরম্যান্স দেখিয়েছেন, তারপর দ্বিতীয় ইনিংসে তিনি দলের অন্য়তম ভরসা। অক্ষরও দ্বিতীয় ইনিংসে উইকেট নেওয়ার চেষ্টা করবেন।
আরও পড়ুন-
মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের ধারা অব্যাহত রাখাই লক্ষ্য, বার্তা ঝুলন গোস্বামীর
টি-২০ লিগের দাপটে দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটারদের ধরে রাখা কঠিন হবে, মত সৌরভের
টি-২০ র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে হার্দিক পান্ডিয়া