India Vs Australia: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি জয়, পাকিস্তানের রেকর্ড ভেঙে দিল ভারত

১ ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিল ভারতীয় দল। শুক্রবার রায়পুরে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখাল ভারত।

Soumya Gangully | Published : Dec 1, 2023 5:50 PM IST / Updated: Dec 01 2023, 11:58 PM IST

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নতুন রেকর্ড গড়ল ভারতীয় দল। পাকিস্তানের রেকর্ড ভেঙে দিল ভারত। শুক্রবার রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে ২০ রানে জয় পেল ভারতীয় দল। এখনও পর্যন্ত ২১৩টি টি-২০ ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে ১৩৬টি ম্যাচে জয় এসেছে। পাকিস্তান ২২৬টি টি-২০ ম্যাচ খেলে ১৩৫টি ম্যাচে জয় পেয়েছে। দেশের মাটিতে টানা ১৪টি টি-২০ সিরিজ জিতল ভারত। এই সিরিজে আরও একটি নজির গড়লেন সূর্যকুমার যাদবরা। এর আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টি-২০ সিরিজে ৪টি ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমে প্রতিটি ম্যাচেই হেরে যায় ভারত। এই সিরিজে এখনও পর্যন্ত ৩টি ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২টি ম্যাচে জয় পেয়েছে ভারত এবং ১টি ম্যাচ হেরে গিয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সহজ জয় ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচে জয় পায় ভারত। তবে তৃতীয় ম্যাচ জিতে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। ফলে চতুর্থ ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে ২০ রানে জয় পেল ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৯ উইকেটে ১৭৪ রান করে। জবাবে ৭ উইকেটে ১৫৪ রান করে অস্ট্রেলিয়া। দুর্দান্ত বোলিং করে ম্যাচের সেরা অক্ষর প্যাটেল

নজর কাড়লেন জিতেশ শর্মা

শুক্রবার ভারতীয় দলের হয়ে প্রথমবার কোনও বড় দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেলেন উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা। ১৯ বলে ১টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন জিতেশ। তাঁর এই ইনিংস টিম ম্যানেজমেন্টকে ভরসা দিল। ফের দারুণ ব্যাটিং করলেন রিঙ্কু সিং। ২৯ বলে ৪৬ রান করেন এই ব্যাটার। ৩৭ রান করেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। ৩২ রান করেন রুতুরাজ গায়কোয়াড়। বোলারদের মধ্যে অক্ষরের পাশাপাশি ভালো পারফরম্যান্স দেখান রবি বিষ্ণোই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজ ভারতের

Bangladesh Vs New Zealand: আত্মতুষ্টির খেসারত? সিলেটে বাংলাদেশের বিরুদ্ধে হারের মুখে নিউজিল্যান্ড

Read more Articles on
Share this article
click me!