Ind Vs Aus 4th Test Match: মাঠে দুই প্রধানমন্ত্রী, টসে জিতে প্রথমে ব্যাটিং অস্ট্রেলিয়ার

Published : Mar 09, 2023, 09:06 AM ISTUpdated : Mar 09, 2023, 09:49 AM IST
Motera

সংক্ষিপ্ত

নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা দেখবেন তিনি। আছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে অভূতপূর্ব দৃশ্য় দেখা গেল। একসঙ্গে মাঠে প্রবেশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্য়ালবানিজ। এরপর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হল। এরপর দুই প্রধানমন্ত্রীর পাশে দেখা গেল ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে। বিসিসিআই-এর পক্ষ থেকে দুই প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার দেওয়া হল। শুভেচ্ছা বিনিময়ের পর মাঠ প্রদক্ষিণ করলেন দুই প্রধানমন্ত্রী। এরপর তাঁরা একসঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আর্কাইভ ঘুরে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন রবি শাস্ত্রী। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে এই স্টেডিয়ামের ইতিহাসের ব্য়াপারে সংক্ষিপ্ত বিবরণ দেন এবং বিভিন্ন ছবি দেখান। মন দিয়ে সব দেখেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আমেদাবাদ মোদীর নিজের শহর। দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সুবাদে তিনি এই শহর ও স্টেডিয়ামের ব্য়াপারে সবই জানেন। ফলে তাঁকে কিছুই বোঝাতে হয়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে সঙ্গ দেওয়ার জন্যই ছিলেন মোদী। ভারত-অস্ট্রেলিয়ার বন্ধুত্বের ৭৫ বছর উপলক্ষে ভারত সফরে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এই টেস্ট ম্যাচে সেই বন্ধুত্বই দেখা যাচ্ছে। ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীতের সময় ক্রিকেটারদের পাশেই দেখা গেল মোদী ও অ্য়ালবানিজকে।

 

 

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ। ভারতীয় দলে একটি বদল হয়েছে। পেসার মহম্মদ সিরাজের বদলে খেলছেন মহম্মদ সামি। সদ্য দ্বিতীয় কন্য়াসন্তানের বাবা হওয়া উমেশ যাদব খেলছেন। উইকেটকিপার কে এস ভরতই খেলছেন। ঈশান কিষানকে সুযোগ দেওয়া হল না। অস্ট্রেলিয়া দলে কোনও বদল হয়নি। 

 

 

ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি ও উমেশ যাদব।

 

 

অস্ট্রেলিয়া দলে আছেন- ট্রেভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), পিটার হ্য়ান্ডসকম্ব, ক্য়ামেরন গ্রিন, অ্যালেক্স কেরি, মিচেল স্টার্ক, টড মারফি, ম্যাথু কুনেম্য়ান ও নাথান লিয়ন।

 

 

মাঠের বাইরে যতই বন্ধুত্ব থাকুক না কেন, মাঠের ভিতর একে অপরকে রেয়াত করতে নারাজ ক্রিকেটাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়া নিশ্চিত করার লক্ষ্যে এই ম্যাচ জয়ের লক্ষ্যে খেলতে নেমেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ও রোহিতের দলের লক্ষ্য। ইন্দোরে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় ভারত।

আরও পড়ুন-

আত্মতুষ্টির জন্যই ইন্দোরে হেরেছে ভারত, দাবি শাস্ত্রীর, মানতে নারাজ রোহিত

নিউজিল্যান্ডে অস্ত্রোপচার হল বুমরার, আগস্টে শুরু হবে রিহ্যাবিলিটেশন

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন রেকর্ডের হাতছানি পান্ডিয়ার সামনে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দলে নেই বুমরা-অক্ষর, তৃতীয় টি-২০ ম্যাচে প্রথমে ফিল্ডিং ভারতের