আত্মতুষ্টির জন্যই ইন্দোরে হেরেছে ভারত, দাবি শাস্ত্রীর, মানতে নারাজ রোহিত

ইন্দোর টেস্ট ম্যাচে ভারতীয় দলের হার নিয়ে এখনও কাটাছেঁড়া চলছে। প্রাক্তন ক্রিকেটাররা যেমন ইন্দোরের ফল নিয়ে আলোচনা করছেন, তেমনই ভারতীয় দলের সদস্যরাও কথা বলছেন।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী ফের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজেও ধারাভাষ্য দিতে দেখা যাচ্ছে শাস্ত্রীকে। তিনি ধারাভাষ্য দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কেও জড়িয়েছেন। প্রাক্তন কোচের মন্তব্যে ক্ষুব্ধ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ইন্দোর টেস্ট ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ভারতীয় দলের হার প্রসঙ্গে শাস্ত্রী বলেন, 'একটু আত্মতুষ্টি, একটু অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা দিলে কী হয় সেটা দেখা গেল। কোনও কাজকে হাল্কাভাবে নিলে, বিপক্ষ দলকে কম গুরুত্ব দিলে হারতেই হয়।' প্রাক্তন কোচের এই মন্তব্যের সঙ্গে একমত নন রোহিত। তাঁর দাবি, অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে হারেনি ভারতীয় দল। এ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘যখন কোনও দল পরপর দুই ম্যাচ জেতে, তখন বাইরে থেকে কারও মন হতেই পারে দল অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তবে এটা ফালতু কথা। কারণ, আমাদের দলের সবাই এই সিরিজের ৪ ম্যাচেই নিজেদের সেরাটা দিতে চায়।’

রোহিত আরও বলেছেন, 'কেউই দু'টি ম্যাচ জিতেই থেমে থাকতে চায়নি। এটা খুব সহজ ব্যাপার। যাঁরা অতিরিক্ত আত্মবিশ্বাস, আত্মতুষ্টির কথা বলছেন তাঁরা কেউই আমাদের ড্রেসিংরুমে নেই। তাঁরা কেউই জানেন না আমাদের ড্রেসিংরুমে কী আলোচনা হচ্ছে।'

Latest Videos

ভারতীয় দলের কোচ থাকাকালীন তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে শাস্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু রোহিতের সঙ্গে ততটা ঘনিষ্ঠতা ছিল না শাস্ত্রীর। সে কথা ফের বুঝিয়ে দিলেন রোহিত। তাঁর মতে, প্রাক্তন কোচ ভারতীয় দল সম্পর্কে যে কড়া মন্তব্য করেছেন, সেটা তাঁর করা উচিত হয়নি। রোহিতের বক্তব্য, ‘আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী না, মাঠে সবসময় নির্দয় হতে চাই। নির্দয় হওয়ার ব্যাপারটি সব ক্রিকেটারের মাথাতেই আসে। আমরা বিদেশ সফরের সময় বিপক্ষ দলকে মাঠে এক ইঞ্চি জায়গাও দিতে চাই না।’

ইন্দোর ম্যাচ অতীত। আমেদাবাদে ভারতীয় দলের আত্মতুষ্টির কোনও জায়গা নেই। কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ জিততে হলে এবং একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে হলে ভারতীয় দলকে চতুর্থ ম্যাচে জিততেই হবে। ফলে এই ম্যাচের আগে আত্মতুষ্টি, অতিরিক্ত আত্মবিশ্বাসের মতো শব্দগুলিকে মনে জায়গা দিতে নারাজ ভারতের অধিনায়ক। আমেদাবাদে খেলতে নামার আগে সতর্ক ভারতীয় দল। এই ম্যাচে কোনও ভুল করতে নারাজ রোহিতরা

আরও পড়ুন-

আমেদাবাদ টেস্ট ম্যাচে প্রচুর রান উঠবে, আশায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ

টপ অর্ডার ব্যাটারদের রান করার উপায় খুঁজে বের করতে হবে, বার্তা রোহিত শর্মার

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি