বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকরের বাড়িতে একজোড়া সারমেয় আছে। এই পোষ্য দু'টি সচিনের প্রিয়। অবসর পেলেই পোষ্যদের সঙ্গে খেলায় মেতে ওঠেন সচিন।

Share this Video

সচিন তেন্ডুলকরের বাড়িতে একজোড়া সারমেয় আছে। এই পোষ্য দু'টি সচিনের প্রিয়। অবসর পেলেই পোষ্যদের সঙ্গে খেলায় মেতে ওঠেন সচিন। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন। সচিন লিখেছেন, 'ওরা না থাকলে বাড়িতে ভালো লাগে না।'

Related Video